Jadavpur University: বড় ধাক্কা হাইকোর্টে! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আইনজীবীকে ভর্ৎসনা বিচারপতির

Last Updated:

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কোলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমেন সেন ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার যৌথ বেঞ্চ জানতে চায়, এই সংক্রান্ত পূর্বের নিদের্শ কার্যকর করা হয়েছে কি না।

যাদবপুর বিশ্ববিদ্যালয়
যাদবপুর বিশ্ববিদ্যালয়
কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কোলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমেন সেন ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার যৌথ বেঞ্চ জানতে চায়, এই সংক্রান্ত পূর্বের নিদের্শ কার্যকর করা হয়েছে কি না। সেই সংক্রান্ত রিপোর্টও তলব করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-এর ডিভিশন বেঞ্চের নির্দেশ, চার সপ্তাহের মধ্যে এই বিষয়ে রিপোর্ট দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।
আরও পড়ুনঃ আপনার রান্নাঘরেই আছে এই তেল, রান্নাতেও দিচ্ছেন! এটি কিন্তু ক‍্যানসার, হৃদরোগের ‘খনি’! কেউ বাঁচাতে পারবে না, আজই বাদ দিন
প্রসঙ্গত ১ মার্চ, শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনা।ঘটে৷ তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলায় সিসিটিভি বসানো ও একাধিক নিরাপত্তা সম্পর্কিত নির্দেশ দেওয়া হয়৷ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে অনুষ্ঠান করার ওপরে নিষেধাজ্ঞা জারি করে প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞনমে’র ডিভিশন বেঞ্চ।
advertisement
advertisement
বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী জানান যে উপাচার্য না থাকায় এবং এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক করা সম্ভব না হওয়ায় আদালতের নির্দেশ মতো সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়নি। ডিভিশন বেঞ্চের মন্তব্য, “উপাচার্যের অনুপস্থিতিতে কেন সহ-উপাচার্য দায়িত্ব নিয়ে আদালতের নির্দেশ মতো নিরাপত্তার বিষয়গুলি কার্যকর করছেন না।” এরপরই রিপোর্ট তলব করে আদালত।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Jadavpur University: বড় ধাক্কা হাইকোর্টে! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আইনজীবীকে ভর্ৎসনা বিচারপতির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement