ISC, ICSE Exam 2024 Date: আগামী কাল থেকেই শুরু আইসিএসই দশম শ্রেণির! শেষে মুহূর্তে দেখে নিন নিয়মগুলি
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
ISC, ICSE Exam 2024 Date: কাল, বুধবার থেকে শুরু হতে চলছে আইসিএসই-র দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২৮ মার্চ। অপরদিকে, আইএসসি (দ্বাদশ) পরীক্ষা শুরু হয়েছে ১২ ফেব্রুয়ারি, যা শেষ হবে ৩ এপ্রিল।
কলকাতাঃ কাল, বুধবার থেকে শুরু হতে চলছে আইসিএসই-র দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২৮ মার্চ। অপরদিকে, আইএসসি (দ্বাদশ) পরীক্ষা শুরু হয়েছে ১২ ফেব্রুয়ারি, যা শেষ হবে ৩ এপ্রিল। দুটি পরীক্ষার ফল-ই মে মাসে প্রকাশ করবে বোর্ড। আইসিএসই পরীক্ষার ক্ষেত্রে প্রথম দিন আসল অ্যাডমিট কার্ড ও পরের দিনগুলিতে তার প্রত্যয়িত কপি আনতে হবে।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকে ভুয়ো প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ‘ভাইরাল’, সাইবার ক্রাইমে সংসদ
গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিবিএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা। দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা চলবে ১৩ মার্চ পর্যন্ত। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২ এপ্রিল পর্যন্ত৷
advertisement
মে মাসেই পরীক্ষার ফলাফল প্রকাশ হবে, এমনটা আগেই জানিয়েছিল ‘কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন’ (সিআইএসসিই)। ২০২৩ সালের দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা-ও শুরু হয় ফেব্রুয়ারি মাস থেকেই। ফল প্রকাশ-ও হয় মে মাসে। বোর্ড পরীক্ষার মধ্যেই জেইই মেন, প্রতিযোগিতামূলক অন্যান্য পরীক্ষায় বসতে হয় দ্বাদশ শ্রেণির অনেক ছাত্রছাত্রীকে। সেই পরীক্ষার দিনগুলির সঙ্গে যাতে পরীক্ষার সংঘাত না হয়, সেকথা মাথায় রেখেই সূচি তৈরি করা হয়েছে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2024 4:20 PM IST