ISC-তে প্রথম স্থানে কলকাতার মান্যা গুপ্তা৷ কলকাতার হেরিটেজ স্কুলের ছাত্রী মান্যর প্রাপ্ত নম্বর ৩৯৯, অর্থাৎ ৯৯.৭৫%৷ মান্যার সঙ্গেই একই নম্বর পেয়ে প্রথম স্থানে বাংলার আরও এক কৃতি ছাত্র শুভম আগরওয়াল৷ জলপাইগুড়ি জেলার ভক্তিনগরে সেন্ট জোসেফ স্কুলের ছাত্র শুভম৷ দুই কৃতীর সফলতায় খুশিতে ভাসছে পরিবার থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সকলেই৷
প্রতি বছরেই সেরাদের তালিকায় নাম থাকে কলকাতা হেরিটেজ স্কুলের কোনও না কোনও ছাত্র বা ছাত্রীর৷ তবে, এ বছর গোটা দেশের একেবারে প্রথম স্থানে আছে মান্যা গুপ্তা৷ আপ্লুত স্কুলের প্রিন্সিপাল সীমা সাপ্রু৷ কৃতি ছাত্রীর কথা বলতে গিয়ে তাঁর গলার উচ্ছাস ও আবেগ স্পষ্ট৷ ‘‘ফলাফল জানার পর থেকে আমরা যেন খুশিতে ভাসছি’’, জানালেন তিনি৷
আরও পড়ুন: প্রথম স্থানে দুজন, দ্বিতীয় স্থানে পাঁচজন, ISC- তে সেরাদের তালিকায় বাংলার কারা?
আরও পড়ুন: ১০০ তে ১০০! অসাধারণ ফল করে নিজের জেলার সেরা হলেন এই ছাত্রী
ছাত্রছাত্রীরা এখন বেশিরভাগ ক্ষেত্রেই টিউশনের ওপর নির্ভরশীল৷ তবে, দ্য হেরিটেজ স্কুলের ছবিটা কিন্ত অনেকটাই আলাদা৷ বেশিরভাগ ক্ষেত্রেই টিউশন ছাড়াই পরীক্ষা দিয়েছেন ছাত্রছাত্রীরা৷ স্কুলের শিক্ষকদের ওপরেই ভরসা রেখেছিলেন তাঁরা৷ মান্যাও স্কুলের পড়াশোনাকেই গুরুত্ব দিয়েছেন৷ গৃহশিক্ষক নয়, স্কুলের শিক্ষকদের কথামতো পড়াশোনা করেই দেশের সেরা মান্যা৷ তবে, শুধু মান্য নয়, এই স্কুলের বেশিরভাগ পড়ুয়ার ফলই বেশ ভাল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Board Exams 2023, ICSE Board