IIT Kharagpur: পরিবেশ, জলবায়ু সম্পর্কে বিশেষ উদ্যোগ, আইআইটি খড়্গপুর পেল প্রথম পুরস্কার
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
IIT Kharagpur: আবারও আইআইটি পড়ুয়াদের জয়জয়কার। এবার নয়া দিল্লিতে আয়োজিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ এক প্রদর্শনী প্রতিযোগিতায় নতুন ভাবনা ও দক্ষতা এনে দিয়েছে সম্মান।
পশ্চিম মেদিনীপুর: আবারও আইআইটি পড়ুয়াদের জয়জয়কার। এবার নয়া দিল্লিতে আয়োজিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ এক প্রদর্শনী প্রতিযোগিতায় নতুন ভাবনা ও দক্ষতা এনে দিয়েছে সম্মান। আইআইটি খড়গপুরের একদল পড়ুয়া ‘আইডিয়াস ফর লাইফ’ ইনিশিয়েটিভে প্রথম পুরস্কার জিতেছে। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পরিবেশ ও জলবায়ুর সম্পর্কিত বিশেষ এক অধিবেশনে মিলেছে এই স্বীকৃতি। আইআইটি খড়গপুরের অভিনব ভাবনা এবং উদ্যোগ সারা ফেলে দিয়েছে গোটা দেশে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ব্রজেশ কুমার দুবে-এর তত্ত্বাবধানে রাজর্ষি ভর, জয়দীপা তারান এবং অনিল-এর একটি দল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে ‘আইডিয়াস ফর লাইফ’ ইনিশিয়েটিভে প্রথম পুরস্কার জিতেছে।
advertisement
advertisement
আইআইটি সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নয়াদিল্লিতে এক বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। যেখানে একাধিক প্রতিষ্ঠান আইআইটির পাশাপাশি অংশ নিয়েছিল খড়গপুর আইআইটিও। সেখানেই মিলেছে এই প্রথম পুরস্কার। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে এই পুরস্কার তুলে দেওয়া হয় আইআইটি খড়গপুরের দলের হাতে। মন্ত্রী, আইআইটি খড়গপুরের এই বিশেষ দলের প্রচেষ্টাকে প্রশংসা করেছেন।
advertisement
আইআইটি খড়গপুরের এই দলের ভাবনা, স্থল-ব্রেকিং ধারণাটি, “হাইড্রোথার্মাল কার্বনাইজেশনের সময় কাঁচা নিকাশী ব্যবহার করে জলের ফুটপ্রিন্ট হ্রাস করা”, হাইড্রোচার উৎপাদন চলাকালীন কাঁচা পৌরসভার নিকাশীকে আর্দ্রতা উৎস হিসেবে ব্যবহার করার প্রস্তাব দেয়। এছাড়াও মিষ্টি জলের উপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা। এই উদ্ভাবনটি কেবল জল সংরক্ষণে অবদান রাখে না, তবে বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনকেও সংহত করে, যা সমাজে এক উদ্ভাবনী ক্ষেত্রে প্রযোজ্য। ‘আইডিয়াস ফর লাইফ’ প্ল্যাটফর্ম সাতটি মূল থিমগুলির মধ্যে একটিকে সম্বোধন করে। জল সংরক্ষণ করুন; শক্তি সঞ্চয়; বর্জ্য হ্রাস; ই-বর্জ্য হ্রাস; একক-ব্যবহার প্লাস্টিকগুলিতে না বলুন; টেকসই খাদ্য ব্যবস্থা গ্রহণ করুন এবং স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণকে সামনে রেখে এই বিশেষ প্রতিযোগিতা।
advertisement
আইআইটি খড়গপুরের পরিবেশগত উদ্ভাবন, টেকসইতা এবং কাটিং-এজ বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে ইতিবাচক সামাজিক প্রভাবের প্রতিশ্রুতি তুলে ধরবে বলে দাবি আইআইটির। যা আগামীতে সবুজ, পরিষ্কার, পরিচ্ছন্ন এবং নতুন ভারতকে দিশা দেখাবে।
রঞ্জন চন্দ
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 13, 2025 11:45 PM IST