IIT Kharagarpur: IIT খড়্গপুরে গবেষণার সুযোগ! বেতন মোটা অঙ্কের, হাতছাডা় করবেন না এই সুযোগ, জানুন বিশদে

Last Updated:

গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ আইআইটি খড়্গপুরে, এখনই মূল বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন জানান।

আইআইটি খড়গপুর 
আইআইটি খড়গপুর 
পশ্চিম মেদিনীপুর: আপনার কি জীব বিদ্যার যে কোনও বিষয় অথবা যে কোনও বিষয়ের স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে? এবং আপনার কি ল্যাবরেটরি রিসার্চ অথবা জীব বিদ্যার যেকোনও বিষয়ে পিএইচডি করা রয়েছে? আপনার কি গবেষণা ইচ্ছে?
তবে আপনার জন্য আইআইটি খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত এক কাজের সুযোগ। মোটা অঙ্কের বেতন। কাজের অভিজ্ঞতা থাকলে গবেষণা সংক্রান্ত এই কাজের জন্য এখনই আবেদন জানান। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই বিশেষ পদের জন্য।
advertisement
advertisement
ইতিমধ্যে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গবেষণা সংক্রান্ত কাজের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের প্রযুক্তিবিদ্যার প্রাচীন প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুর।
আইসিএমআর এর আর্থিক সহযোগিতায় বিশেষ এক প্রকল্পে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ রয়েছে। শুধুমাত্র জীব বিদ্যার যেকোনও বিষয়ে স্নাতকোত্তর এবং পাঁচ বছরের ল্যাবরেটরিতে গবেষণার অভিজ্ঞতা থাকলে আবেদন জানাতে পারবেন। স্বল্প সময়ের চুক্তিভিত্তিক গবেষক নিয়োগ করবে আইআইটি।
advertisement
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর এর আর্থিক সহযোগিতায় Harnessing the Drug Repurposing potential of LipoNor (Liposomal Norclomipramine) as a promising anti-leishmanial(DPL) এই বিষয়ে প্রজেক্ট রিসার্জ সাইন্টিস্ট গ্রেড ওয়ান নিয়োগ করবে আইআইটি। গবেষণা সংক্রান্ত এই কাজের জন্য মোট একজন কর্মীকে নিয়োগ করবে ভারতের এই প্রযুক্তিবিদ্যার প্রাচীন প্রতিষ্ঠানটি।
advertisement
বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, মোট শূন্য পদের সংখ্যা একটি। প্রতিমাসে নিযুক্ত ব্যক্তিকে ৫৬ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে ১০০ টাকা। সম্পূর্ণ অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন জানাতে গেলে, আপনাকে প্রথমে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মুল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ১১ জুলাই ২০২৫।
advertisement
রঞ্জন চন্দ 
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
IIT Kharagarpur: IIT খড়্গপুরে গবেষণার সুযোগ! বেতন মোটা অঙ্কের, হাতছাডা় করবেন না এই সুযোগ, জানুন বিশদে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement