IIT Kharagpur: আইআইটি-র মুকুটে নয়া পালক, খড়্গপুরের এই বাঙালি অধ্যাপক পাচ্ছেন বিশেষ পুরস্কার, জানলে গর্বে বুক ফুলবে

Last Updated:

IIT Kharagpur: বাঙালি এক অধ্যাপক পাচ্ছেন আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়ন পুরস্কার, আইআইটি জুড়ে খুশির আবহ।

আইআইটি খড়গপুরের অধ্যাপক
আইআইটি খড়গপুরের অধ্যাপক
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: একের পর এক সাফল্য ভারতের প্রযুক্তিবিদ্যার প্রাচীনতম প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরের। সম্প্রতি সারা বিশ্বের ২% সেরা বিজ্ঞানীদের তালিকায় আইআইটি খড়্গপুরের একাধিক অধ্যাপক এর নাম ছিল। তবে ফের আইআইটি খড়্গপুরের মুকুটে নতুন পালক। আন্তর্জাতিকস্তরের পুরস্কার পাচ্ছেন প্রতিষ্ঠানের এক অধ্যাপক। অধ্যাপকের এই সফলতায় গর্বিত সকলে। সম্প্রতি আইআইটির তরফে এই খুশির খবর জানানো হয়েছে।
আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়ন (AGU)-এর পুরস্কার পাচ্ছেন আইআইটি খড়্গপুরের অধ্যাপক পার্থসারথি চক্রবর্তী। তিনি আইআইটি খড়্গপুরের সেন্টার ফর ওশান, রিভারস, অ্যাটমোস্ফিয়ার অ্যান্ড ল্যান্ড (CORAL)- এর বিভাগীয় প্রধান। চলতি বছরের ১৫-১৯ ডিসেম্বর আমেরিকায় AGU-র বার্ষিক অনুষ্ঠান হবে। সেখানেই পার্থসারথি চক্রবর্তীর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। খড়্গপুরের বর্ষীয়ান এই অধ্যাপক এর এমন সফলতা ও কৃতিত্বে গর্বিত সকলে। সূত্রের খবর, তৃতীয় ভারতীয় বিজ্ঞানী হিসেবে এই পুরস্কার পাচ্ছেন অধ্যাপক পার্থসারথি চক্রবর্তী।
advertisement
আরও পড়ুন-১০০ বছর পর দীপাবলিতে বিরল সংযোগ…! ৩ রাশির জ্যাকপট, দু-হাত ভরে আসবে কাঁড়ি কাঁড়ি টাকা, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, খুলবে ভাগ্যের দরজা
আইআইটি খড়্গপুর সূত্রে জানা গিয়েছে, সমুদ্রের জৈব ভূ-রসায়ন, ট্রেস ধাতু প্রজাতিকরণ এবং জলবায়ু-সমুদ্র প্রক্রিয়ার উপর গবেষণা করেছেন অধ্যাপক পার্থসারথি চক্রবর্তী। সেই ক্ষেত্রে যুগান্তকারী গবেষণার জন্য এই সম্মান দেওয়া হচ্ছে তাঁকে। তাঁর এই সাফল্য আইআইটি খড়্গপুরের ইতিহাসে অত্যন্ত গৌরবের, এমনটাই মনে করছে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ।
advertisement
advertisement
আরও পড়ুন-আগামী ৯০ দিন…! ভয়ঙ্কর দুঃসময় শেষ ৪ রাশির, অঢেল টাকার ফোঁয়ারা, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী মিললেই পাবেন কুবেরের ধন
আইআইটি খড়্গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী বলেন, ‘অধ্যাপক পার্থ সারথি চক্রবর্তী আমাদের গর্বিত করেছেন। তাঁর গবেষণা কেবল মৌলিক বৈজ্ঞানিক ধ্যান ধারণাকে এগিয়ে নিয়ে যায় না, সমুদ্রের স্বাস্থ্য ও উন্নয়নের উপর বিশ্বব্যাপী আলোচনাকেও পরিচালিত করে।’ অধ্যাপক পার্থসারথি চক্রবর্তী বলেছেন, ‘এজিইউ থেকে এই স্বীকৃতি পাওয়া আমার জন্য গর্ব এবং অনুপ্রেরণার বিষয়। এটি আইআইটি খড়্গপুরের কোরাল (CORAL) টিমের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার ফল।’
advertisement
গবেষণার জন্য ইতিমধ্যেই একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন অধ্যাপক পার্থসারথি চক্রবর্তী। তাঁর ঝুলিতে রয়েছে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার (২০১৮), জাতীয় ভূ-বিজ্ঞান পুরস্কার (২০১৩), খাড়কা পুরস্কার (২০১৭), এম.এস. কৃষ্ণন স্বর্ণপদক (২০১৫)। স্বাভাবিকভাবে খুশির হাওয়া আইআইটি জুড়ে। বাঙালি এই বিজ্ঞানী সফলতা অবাক করেছে বাংলার মানুষকে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
IIT Kharagpur: আইআইটি-র মুকুটে নয়া পালক, খড়্গপুরের এই বাঙালি অধ্যাপক পাচ্ছেন বিশেষ পুরস্কার, জানলে গর্বে বুক ফুলবে
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement