IIT Kharagpur: গবেষণায় মাইলফলক, আইআইটি-তে প্রস্তুত নতুন আবিষ্কারে চমক গোটা বিশ্বে

Last Updated:

IIT Kharagpur: গবেষকদের দাবি, কোয়ান্টাম লাইটের ফ্রিকোয়েন্সি পরিবর্তনে এই লেজার অন্যতম ভূমিকা পালন করবে, যা গবেষণায় নতুন দিশা দেখাবে। জানুন...

+
নয়া

নয়া আবিষ্কার

পশ্চিম মেদিনীপুর: আইআইটি খড়গপুরের তালিকায় এবার নতুন মাইলফলক। নতুন এক আবিষ্কার চমকে দিয়েছে সকলকে। জিরো থ্রেশহোল্ড রমন লেজার উৎপন্ন করে যুগান্তকারী সাফল্য মিলেছে আইআইটি খড়গপুরের। যে ন্যানো স্কেল লেজার টেকনোলজি কোয়ান্টাম কমিউনিকেশন টেকনোলজির পথকে আরও সুগম করবে।
এটা শুধু জিরো থ্রেসহোল্ড লেজার শুধু নয়, এই লেজার ফ্রিকোয়েন্সি পরিবর্তনের রেঞ্জ খুব বেশি। এছাড়াও ন্যানো স্কেল লেজার টেকনোলজিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে দাবি আইআইটি খড়গপুরের। স্বাভাবিক ভাবে আগামীতে গবেষণার নতুন পথ প্রশস্ত হল, বলে দাবি গবেষকদের একাংশের।
আরও পড়ুন: ডায়াবেটিসের রোগীদের কি ডাবের জল খাওয়া উচিত? প্রেশার বেশি যাঁদের, তাঁরাই বা কী করবেন? জানুন চিকিৎসকের পরামর্শ
সম্প্রতি জিরো থ্রেশহোল্ড পিটি সিমেট্রিক পোলারিটন রমন লেজার নামে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ফিজিক্যাল রিভিউ বি জার্নালে। ভারত সরকারের সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের অর্থপুষ্টে এই নতুন প্রযুক্তি আবিষ্কার করেছেন খড়গপুর আইআইটির পদার্থবিদ্যার অধ্যাপক সজল ধারা। তাকে সহায়তা করেছেন গবেষক পড়ুয়ারা। তবে জানেন কি এই জিরো থ্রেশহোল্ড রমন লেজার? এই লেজারের ভূমিকা বা কতটা?
advertisement
advertisement
এতদিন লেজার উৎপন্ন করতে গেলে পাম্প করে লাইটের ইন্টেন্সিটিকে নির্দিষ্ট ক্ষমতায় আনার প্রয়োজন হত, তবেই লেজার উৎপন্ন হত। তবে এই গবেষণায় দুটি মিররকে নির্দিষ্ট দূরত্বে (২০০ ন্যানোমিটার) রেখে তার মাঝে দশ ন্যানোমিটার বা তার থেকে ক্ষুদ্র সেমিকন্ডাক্টর লেয়ার স্যান্ডউইচ করা হয়। যেখানে অনুরা একটা সামঞ্জস্য পদ্ধতিতে থাকে।
আরও পড়ুন: শরীর হবে ঠান্ডা ঠান্ডা কুল কুল, দই দিয়ে বানানো এই পদ খেলেই কমবে ওজন-ত্বক চকচকে! রইল সহজ রেসিপি
তারপর বাইরের রেজনেটারের মাধ্যমে আলো ফেলা হয়। আলোর যেমন কম্পন রয়েছে তেমনই অনুরও কম্পন রয়েছে। দুই কম্পনের ফলে তৈরি হচ্ছে রমনস স্ক্যাটারিং। সেই রমন স্ক্যাটারিং মিররের রেজোনেন্সের কারণে তৈরি হচ্ছে জিরো থ্রেশহোল্ড রমন লেজার। বেশ অনেক দিনের প্রচেষ্টায় গবেষক পড়ুয়াদের সঙ্গে নিয়ে পদার্থবিদ্যার অধ্যাপক সজল ধারা পদার্থবিদ্যার এই নতুন দিক উন্মোচিত করেছেন। গবেষকদের দাবি, কোয়ান্টাম লাইটের ফ্রিকোয়েন্সির পরিবর্তনে এই লেজার অন্যতম ভূমিকা পালন করবে, যা গবেষণায় নতুন দিশা দেখাবে।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
IIT Kharagpur: গবেষণায় মাইলফলক, আইআইটি-তে প্রস্তুত নতুন আবিষ্কারে চমক গোটা বিশ্বে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement