JEE Advanced Result 2023: JEE Advanced-এর রেজাল্ট আউট, দেশ ও মেয়েদের প্রথম হায়দরাবাদের! কাউন্সেলিং কবে থেকে?

Last Updated:

প্রকাশিত হয়েছে জেইই অ্যাডভান্সড পরীক্ষার রেজাল্ট। পরীক্ষার ১৪ দিনের মাথায় ফলাফল প্রকাশ করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গুয়াহাটি।

JEE Advanced-এর রেজাল্ট আউট, দেশ ও মেয়েদের প্রথম হায়দরাবাদের! কাউন্সেলিং কবে থেকে?
JEE Advanced-এর রেজাল্ট আউট, দেশ ও মেয়েদের প্রথম হায়দরাবাদের! কাউন্সেলিং কবে থেকে?
গুয়াহাটি: প্রকাশিত হয়েছে জেইই অ্যাডভান্সড পরীক্ষার রেজাল্ট। পরীক্ষার ১৪ দিনের মাথায় ফলাফল প্রকাশ করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গুয়াহাটি। ইতিমধ‍্যেই প্রকাশিত হয়েছে মেধাতালিকা। এই বছরের ফলাফল অনুযায়ী মেয়েদের মধ‍্যে প্রথম স্থানে রয়েছে আইআইটি হায়দ্রাবাদ জোনের নয়কান্তি নাগা ভাব্য। পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন নম্বর, জন্মতারিখ এবং মোবাইল নম্বর দিয়ে jeeadv.ac.in-ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবে।
মেয়েদের প্রথম নয়কান্তির ছেলে মেয়ে নির্বিশেষে র‍্যাঙ্ক ৫৬। মোট ৩৬০ নম্বরের পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ২৯৮।
দেশের মধ‍্যে এই বছর জেইই অ্যাডভান্সড-এর ফলাফল অনুযায়ী দেশে প্রথম স্থান অধিকার করেছে ভাভিলালা চিদবিলাস রেড্ডি। নয়কান্তির মতোই ভাভিলালাও আইআইটি হায়দ্রাবাদ জোনের অন্তর্গত। ৩৬০ নম্বরের পরীক্ষায় ভাভিলালার প্রাপ্ত নম্বর ৩৪১।
advertisement
advertisement
এক নজরে দেখে নিন সেরাদের তালিকা
ভ্যাভিলালা চিদবিলাস রেড্ডি (আইআইটি হায়দ্রাবাদ জোন)
রমেশ সূর্য থেজা (আইআইটি হায়দ্রাবাদ)
ঋষি কালরা (আইআইটি রুরকি)
রাঘব গোয়াল (আইআইটি রুরকি)
আদ্দগাদা ভেঙ্কটা শিভারম (আইআইটি হায়দ্রাবাদ)
প্রভব খান্দেলওয়াল (আইআইটি দিল্লি)
বিক্কিনা অভিনব চৌধুরী (আইআইটি হায়দ্রাবাদ)
মালয় কেডিয়া (আইআইটি দিল্লি)
নাগিরেড্ডি বালাজি রেড্ডি (আইআইটি হায়দ্রাবাদ)
ইয়াকান্তি পানি ভেঙ্কটা মানেন্দর রেড্ডি (আইআইটি হায়দ্রাবাদ)
advertisement
এবছর জেইই অ্যাডভান্স পরীক্ষা দিয়েছে মোট ১৮০৩৭২ জন পড়ুয়া। যার মধ্যে পাশ করেছে ৪৩৭৭৩ জন। এঁদের মধ‍্যে ৩৬২৬৪ জন পুরুষ এবং ৭৫০৯ জন মহিলা পরীক্ষার্থী।
যেসমস্ত প্রার্থীরা আইআইটি জেইই পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হয়েছেন তাঁরা জেওএসএএ কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। josaa.nic.in-এই ওয়েবসাইটে কাউন্সেলিং প্রক্রিয়ার বিষয়ে জানানো হবে। আগামীকাল ১৯ জুন সংশ্লিষ্ট ওয়েবসাইটে শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
JEE Advanced Result 2023: JEE Advanced-এর রেজাল্ট আউট, দেশ ও মেয়েদের প্রথম হায়দরাবাদের! কাউন্সেলিং কবে থেকে?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement