IIM Joka: দেশের সেরা ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের তালিকায় তৃতীয় জোকার আইআইএম
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
IIM Joka: এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।
#কলকাতা: দেশের সেরা ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের তালিকায় তৃতীয় স্থান দখল করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট জোকা। শুক্রবার সারা দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের যে ক্রমতালিকা প্রকাশ করেছে এনআইআরএফ, তার একটি তৈরি করা হয়েছে ম্যানেজমেন্ট স্কুলগুলিকে নিয়ে, সেই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আইআইএম জোকা।
এক দিকে যখন যাদবপুর বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয় দেশের সেরা দশটি বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে, সেখানে কলকাতার আরও একটি প্রতিষ্ঠান স্থান পেয়েছে এই তালিকায়। তালিকার শীর্ষ স্থানে রয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেেজমেন্ট আহমেদাবাদ, তার পর তালিকায় রযেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বেঙ্গালুরু। তার পরেই তালিকায় রয়েছে কলকাতার আইআইএম। ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের তালিকা অনুসারে, এ বার প্রথম দশের মধ্যে স্থান পেয়েছে রাজ্যের দুটি কলেজ। এই তালিকায় আট নম্বরে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ, এ ছাড়া তালিকার নবম স্থানে রয়েছে হাওড়ার বেলুড়ের রামকৃষ্ণ মিশন পরিচালিত বেলুড় বিদ্যামন্দির।
advertisement
advertisement
এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তালিকায় অষ্টম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। রাজ্য ও কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলির মিলিত তালিকায় এই অবস্থান দুই প্রতিষ্ঠানের। আবার রাজ্য বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম স্থান অধিকার করেছে যাদবপুর, আর দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। দেশজোড়া সমস্ত রাজ্য বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম দুই স্থান দখল করেছে যাদবপুর ও কলকাতা।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view commentsLocation :
First Published :
July 15, 2022 7:17 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
IIM Joka: দেশের সেরা ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের তালিকায় তৃতীয় জোকার আইআইএম