এখনও দেশে সময়মতো বুস্টার ডোজ নেননি ৯২ শতাংশ মানুষ। অন্যদিকে বাড়ছে করোনার (Coronavirus) বাড়বাড়ন্ত। এই অবস্থায় দাঁড়িয়ে আজ থেকে দেশজুড়ে বিনামূল্যে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ প্রদানের কর্মসূচি চালু হচ্ছে। আগামী ৭৫ দিন চলবে এই কর্মসূচি। কারা এবং কোথা থেকে সেই বুস্টার ডোজ পাবেন? জেনে নিন টিকা সংক্রান্ত খুঁটিনাটি সব তথ্য (Free Covid-19 Booster Dose)।
পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৯২ শতাংশ মানুষ (যাঁরা বুস্টার ডোজ নিতে পারেন) নির্দিষ্ট সময় মতো করোনা টিকার তৃতীয় ডোজ নেননি। ১৮-৪৫ বছরের ক্ষেত্রে ৯৮.৮ শতাংশ মানুষ 'লেট' করেছেন। ৪৫-৬০ বয়সিদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় মতো বুস্টার ডোজ নেননি ৯৮ শতাংশ মানুষ। ষাটোর্ধ্বদের ক্ষেত্রে ৭৩ শতাংশ ‘লেট’ করেছেন (Free Covid-19 Booster Dose)।
এই পরিস্থিতিতে আজ থেকে ৭৫ দিনের বুস্টার ডোজ কর্মসূচিতে বাড়তি জোর দিচ্ছে কেন্দ্র। গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছিলেন, 'ভারত স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন করছে। আজাদি অমৃতকাল উদযাপনের আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৫ জুলাই থেকে পরবর্তী ৭৫ দিন দেশের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে বিনামূল্যে বুস্টার ডোজ প্রদান করা হবে।'