ICSE Result 2025: টিউশন ছাড়াই ৫০০-এ ৫০০ পেয়ে সম্ভাব্য প্রথম দেবত্রী! কত ঘণ্টা পড়তেন? সাফল‍্যের ‘আসল’ সিক্রেট ফাঁস বাংলার মেয়ের

Last Updated:

ICSE Result 2025: ICSE-তে ১০০% নম্বর পেয়ে রাজ‍্যে সম্ভাব‍্য প্রথম দেবত্রী মজুমদার।

ICSE-তে ১০০% নম্বর পেয়ে রাজ‍্যে সম্ভাব‍্য প্রথম দেবত্রী মজুমদার
ICSE-তে ১০০% নম্বর পেয়ে রাজ‍্যে সম্ভাব‍্য প্রথম দেবত্রী মজুমদার
কলকাতা: দশম শ্রেণীর আইসিএসই এবং দ্বাদশ শ্রেণীর আইএসসি ফল প্রকাশিত হয়েছে বুধবার। গতকালই রেজাল্ট ঘোষণার দিন জানিয়ে দিয়েছিল সিআইএসসিই বোর্ড। ICSE-তে ১০০% নম্বর পেয়ে রাজ‍্যে সম্ভাব‍্য প্রথম দেবত্রী মজুমদার। একটি নম্বরও যায়নি কাটা, দশম শ্রেণির পরীক্ষায় অসাধারণ ফলাফলের সিক্রেটটা কী? কৃতী দেবত্রী এক মিনিটও না ভেবে জানিয়ে দিলেন ‘স্কুল আর মা’।
টিউশন নয়, স্কুলকেই বরাবর গুরুত্ব দিয়েছেন ডিপিএস মেগাসিটি স্কুলের ছাত্রী দেবত্রী। স্কুলের হোমওয়ার্ককে কখনও অবহেলা করেননি। স্কুলের পরীক্ষাই তাকে তৈরি করেছে বোর্ডের পরীক্ষার জন‍্য। তাই কোনও বিষয়ে টিউশন ছাড়াই ICSE-তে পেয়েছেন ১০০% নম্বর। শিক্ষক শিক্ষিকারা কেবল স্কুলের সময়টুকু নয়, তা বাদেও সারাদিন থেকেছেন পাশে। ইন্টারনেটের কল‍্যাণে সমস‍্যায় পড়লেই তারা সাহায‍্য করেছেন দেবত্রীকে।
advertisement
advertisement
তাই এত ভাল ফল করেছেন মাত্র ৩ থেকে ৪ ঘণ্টা বাড়িতে পড়েই! আমি তো রোজ স্কুলে যেতাম, ওখানেই তো ৬ ঘণ্টা কেটে যেত। স্কুলের সময়টা নষ্ট করতাম না’’। পরীক্ষায় ভাল ফলাফলের পিছনে মায়ের ভূমিকার কথাও বললেন কৃতী। ইঞ্জিনিয়র মা চাকরি সামলেও মেয়েকে সাহায‍্য করেছেন পড়াশোনায়। তাই ভবিষ‍্যতে মায়ের মতোই ইঞ্জিনিয়র হওয়ার ইচ্ছে প্রকাশ দেবত্রীর।
advertisement
‘ইঞ্জিনিয়র মানেই উদ্ভাবন, নতুন কিছু তৈরি, এটা আমার ছোট থেকেই খুব ভাল লাগে’, জানালেন দেবত্রী। দশমের গণ্ডি পেরিয়ে তাই স্বপ্ন পূরণের লক্ষ‍্যে ভবিষ‍্যতে JEE-র প্রস্তুতির পরিকল্পনা মেধাবী ছাত্রীর। তবে সারাদিন পড়া পড়া করেই কাটে তা নয়। পড়ার ফাঁকে গান আর আঁকাও সমান তালে চলেছে, জানালেন ICSE-র কৃতী ছাত্রী।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
ICSE Result 2025: টিউশন ছাড়াই ৫০০-এ ৫০০ পেয়ে সম্ভাব্য প্রথম দেবত্রী! কত ঘণ্টা পড়তেন? সাফল‍্যের ‘আসল’ সিক্রেট ফাঁস বাংলার মেয়ের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement