ICSE | ISC Semester 2 Date: ICSE ও ISC দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা বোর্ডের, জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সিআইএসসিই (Indian School Certificate Examinations) বা CISCE বোর্ডের আইসিএসি (ICSE) এবং (ISC) অর্থাৎ দশম এবং দ্বাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হল (ICSE | ISC Semester 2 Date)।
#কলকাতা: সিআইএসসিই (Indian School Certificate Examinations) বা CISCE বোর্ডের আইসিএসি (ICSE) এবং (ISC) অর্থাৎ দশম এবং দ্বাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হল (ICSE | ISC Semester 2 Date)। বোর্ডের তরফে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এই পরীক্ষাগুলির দিন জানানো হয়েছে। অন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার দিনের কথা মাথায় রেখেই দ্বিতীয় সেমিস্টারের দিন চূড়ান্ত করা হয়েছে (ICSE | ISC Semester 2 Date)। CISCE বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে এই দিনক্ষণের বিজ্ঞপ্তি। এছাড়াও সমস্ত স্কুলকে এটি পাঠানো হয়েছে (ICSE | ISC Semester 2 Date)।
আরও পড়ুন: এ বছর মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষায় কী কী প্রশ্ন আসতে পারে? পরামর্শ দিলেন পাঠ ভবনের শিক্ষিকা নন্দিনী রায়চৌধুরী
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২৫ এপ্রিল ২০২২ থেকে পরীক্ষা শুরু হবে ISCE দ্বিতীয় সেমিস্টার। পরীক্ষা শেষ হবে ২০ মে, ২০২২। সমস্ত পরীক্ষাই শুরু হবে সকাল এগারোটা থেকে। চলবে দেড়ঘণ্টা করে। বাড়তি ১০ মিনিট দেওয়া হবে পরীক্ষা প্রশ্নপত্র পড়ার জন্য। সকাল ১০.৫-এই দেওয়া হবে প্রশ্নপত্র। ISC দ্বিতীয় সেমিস্টারও শুরু হবে ২৫ এপ্রিল ২০২২ থেকে। চলবে ৬ জুন পর্যন্ত। সমস্ত পরীক্ষা শুরু হবে দুপুর ২ টো থেকে। দেড় ঘণ্টা হবে পরীক্ষা। দশ মিনিট পাওয়া যাবে প্রশ্নপত্র পড়ার জন্য। সেক্ষেত্রে ১.৫০ মিনিটে দেওয়া হবে প্রশ্ন।
advertisement
আরও পড়ুন: খুচরোর সমস্যা মেটাতে গলায় QR কোড ঝুলিয়ে ভিক্ষা করেন 'ডিজিটাল ভিখারি' রাজু!
করোনার কালবেলায় সংক্রমণের মাত্রা অনেকটাই কম। কিন্তু ভাইরাস এখনও পিছু ছাড়েনি। এই পরিস্থিতিতে খুলেছে স্কুল-কলেজ। স্বাভাবিক পথে জনজীবন। এবং তারই সঙ্গে হাজির বিভিন্ন বোর্ডের অফলাইন পরীক্ষা। এ বার মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৭ মার্চ থেকে, চলবে ১৬ মার্চ পর্যন্ত।
advertisement
Location :
First Published :
March 03, 2022 9:33 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
ICSE | ISC Semester 2 Date: ICSE ও ISC দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা বোর্ডের, জানুন