ICSE ISC Semester One Results: আইসিএসই, আএসসি-র সেমেস্টার ওয়ানের ফল সোমবার, জানা যাবে ওয়েবসাইট- এসএমএসে

Last Updated:

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব স্কুল কর্তৃপক্ষই কাউন্সিলের কেরিয়ার পোর্টালে লগ ইন করে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফল পেয়ে যাবেন (ICSE ISC Semester One Results)৷

আইসিএসই এবং আইএসসির প্রথম সেমেস্টারের ফল সোমবার৷ প্রতীকী ছবি
আইসিএসই এবং আইএসসির প্রথম সেমেস্টারের ফল সোমবার৷ প্রতীকী ছবি
#কলকাতা: আইসিএসই এবং আইএসসি-র সেমেস্টার ওয়ানের ফল প্রকাশ হতে চলেছে (ICSE ISC Semester One Results)৷ আগামী সোমবার, ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল৷ সকাল দশটা থেকে ফল দেখা যাবে৷ স্কুল থেকে ফল জানানর পাশাপাশি ওয়েবসাইট এবং এসএমএস-এর মাধ্যমেও ফল জানতে পারবে পরীক্ষার্থীরা৷ এ দিন আইএসসিই কাউন্সিলের তরফেই এই ঘোষণা করা হয়েছে৷
বিজ্ঞপ্ততিতে জানানো হয়েছে, সব স্কুল কর্তৃপক্ষই কাউন্সিলের কেরিয়ার পোর্টালে লগ ইন করে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফল পেয়ে যাবেন৷ এর পাশাপাশি সরাসরি www.cisce.org ওয়েবসাইটে ঢুকেও পরীক্ষার ফল নিজেরাই জেনে নিতে পারবে পরীক্ষার্থীরা৷ এর জন্য পরীক্ষার্থীর ইউনিক আইডি, ইনডেক্স নম্বর প্রয়োজন হবে৷
advertisement
advertisement
এ ছাড়াও এসএমএস-এর মাধ্যমেও পরীক্ষার ফল জানা যাবে৷ আইসিএসই-র সেমেস্টার ওয়ান-এর ফল জানার জন্য ICSE লিখে তার সাত সংখ্যার ইউনিক আইডি নম্বর টাইপ করতে হবে৷
একই ভাবে আইএসসি সেমেস্টার ওয়ানের ফল জানার জন্য ISC লিখে সাত সংখ্যার আইডি নম্বর লিখতে হবে৷ দু'টি ক্ষেত্রেই এসএমএস পাঠাতে হবে ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে৷
advertisement
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও বিষয়ের পরীক্ষার ফলে সন্তুষ্ট না হলে রিচেক করানোর সুযোগ পাবে পরীক্ষার্থীরা৷ তার জন্য প্রতি পেপার পিছু ১০০০ টাকা করে খরচ পড়বে আইসিএসই পরীক্ষার্থীদের৷ আইএসসি-র ক্ষেত্রে প্রতিটি বিষয়ের খরচ ১০০০ টাকা৷
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
ICSE ISC Semester One Results: আইসিএসই, আএসসি-র সেমেস্টার ওয়ানের ফল সোমবার, জানা যাবে ওয়েবসাইট- এসএমএসে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement