Success Story: ক্লাস টেন ও টুয়েলভে পরীক্ষায় ফেল করেও প্রথম প্রচেষ্টায় সফল হয়ে আজ এই তরুণী আইএএস অফিসার

Last Updated:

Success Story: সেদিনের কিশোরী অঞ্জু শর্মা আজ গুজরাত সরকারের উচ্চ এবং কারিগরি শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি

২২ বছর বয়সেই তিনি পেরিয়ে যান ইউপিএসসি পরীক্ষার চৌকাঠ
২২ বছর বয়সেই তিনি পেরিয়ে যান ইউপিএসসি পরীক্ষার চৌকাঠ
গান্ধিনগর : ক্লাস টেনের প্রিবোর্ড এবং ক্লাস টুয়েলভের কিছু বিষয়ে উত্তীর্ণ হতে পারেননি তিনি৷ তার পর বহু যোজন পথ পেরিয়ে সেদিনের কিশোরী অঞ্জু শর্মা আজ গুজরাত সরকারের উচ্চ এবং কারিগরি শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি৷
কৈশোরের ব্যর্থতায় তিনি ভেঙে পড়েননি৷ বরং জীবনের দৃঢ় সঙ্কল্পকে সম্বল করে ২২ বছর বয়সেই তিনি পেরিয়ে যান ইউপিএসসি পরীক্ষার চৌকাঠ৷ প্রথম প্রচেষ্টাতেই সফল হন কঠোর প্রতিযোগিতামূলক এই পরীক্ষায়৷
ভুল থেকই শিক্ষা নিয়েছিলেন অঞ্জু৷ বুঝতে পরেছিলেন স্কুলের পড়ার সময় সঠিক সময়ে পড়া এগিয়ে রাখেননি বলেই পরীক্ষার আগে শেষ মুহূর্তে হাবুডুবু খেতে হয়েছিল৷ তাই কলেজজীবনে সেই ভুলের পুনরাবৃত্তি করেননি৷ হাতে সময় থাকতেই সম্পূর্ণ করতেন সিলেবাস৷
advertisement
advertisement
এই পদক্ষেপের ফল পেতে দেরি হয়নি৷ তিনি ছিলেন কলেজে স্বর্ণপদকজয়ী৷ বিএসসি এবং এমবিএ সম্পূর্ণ করে তিনি সফল হন ইউপিএসসি পরীক্ষাতেও৷
চাকরির প্রথম পর্বে তিনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট কালেক্টর৷ বর্তমানে কর্মরত প্রিন্সিপাল সেক্রেটারি পদে৷ জানান, জীবনের কঠিন সময়ে তিনি পাশে পেয়েছেন মাকে৷ তিনি মেয়েকে বরাবর মনোবল এবং অনুপ্রেরণা দিয়ে গিয়েছেন৷
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Success Story: ক্লাস টেন ও টুয়েলভে পরীক্ষায় ফেল করেও প্রথম প্রচেষ্টায় সফল হয়ে আজ এই তরুণী আইএএস অফিসার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement