HS Student Subject Choice: মাধ্যমিক দিয়েছেন? কোন বিষয় নিয়ে পড়লে ভবিষ্যৎ ভাল? পড়ুয়াদের দারুণ সাজেশন দিলেন অভিজ্ঞ শিক্ষক
- Reported by:Ranjan Chanda
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
HS Student Subject Choice: মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন? কোন বিষয় নিয়ে পড়লে ভাল? জানালেন শিক্ষক।
পশ্চিম মেদিনীপুর: আর কয়েকদিন পরেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়ার পর দ্বিতীয় ক্ষেত্রে বিষয় নির্ধারণ করা একটি বড় চ্যালেঞ্জ ছাত্র-ছাত্রীদের কাছে। কে কোন বিষয়ে পড়াশোনা করলে ভবিষ্যৎ জীবনে এবং চাকরি ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে তা নিয়ে সংশয়ে থাকে পড়ুয়ারা। উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে উপকার তা সবিস্তারে তুলে ধরলেন এক শিক্ষক।
বাংলা মাধ্যমে মাধ্যমিক পর্যন্ত ছাত্র-ছাত্রীদের বিষয়ের উপর কোনও বিভাজন থাকে না। বাংলা, ইংরেজি, অংক, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান বিষয় পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার পর উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান, কলা এবং কমার্স তিনটি বিভাজন হয়। সেক্ষেত্রে কোন বিষয় নিয়ে এগনো উচিত তা বুঝে উঠতে পারে না পড়ুয়ারা।
আরও পড়ুন: কলকাতায় লু পরিস্থিতি, গরম হলকায় ফুটছে দক্ষিণের একাধিক জেলা! কবে স্বস্তি? আবহাওয়ার বড় খবর
কোন বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে ভর্তি হওয়া যাবে তা তুলে ধরলেন শিক্ষক স্বপন ঘোষ। চলতি শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা ও পড়াশোনা হবে। স্বাভাবিক ভাবে ছাত্র-ছাত্রীদের কাছে নতুন এই সিলেবাস বেশ অপরিচিত।
advertisement
advertisement
তবে মাধ্যমিকের পর ছাত্রছাত্রীরা, যারা মেডিক্যাল কিংবা ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করতে আগ্রহী তারা পিওর সায়েন্স বা বিজ্ঞানে পড়াশোনা করতে পারে। অন্যদিকে, যারা শিক্ষকতা বা অন্যান্য পেশায় যেতে চায় তারা কলা বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারে। এছাড়াও চলতি শিক্ষাবর্ষ থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কম্পিউটারের বেশ কয়েকটি বিষয় যোগ হয়েছে।
advertisement
স্বাভাবিকভাবে প্রফেশনাল বিভিন্ন শিক্ষাক্ষেত্রে এই দুটি বিষয় বেশ তাৎপর্যপূর্ন। স্বাভাবিকভাবে, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং তাদের মেধার ভিত্তিতে মাধ্যমিক পরীক্ষার পর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ভর্তি হওয়া জরুরি। সেক্ষেত্রে পারিবারিক কিংবা অন্যান্য চাপে না ভর্তি করাই শ্রেয় বলে মনে করছেন দেউলা বাপুজি শিক্ষা সদনের শিক্ষক স্বপন ঘোষ।
advertisement
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Apr 03, 2024 7:49 PM IST







