HS Result 2024: পরীক্ষার আগেও লুকিয়ে লুকিয়ে করত এই কাজ! উচ্চ মাধ্যমিকে পঞ্চম অঙ্কিতের অজানা গল্প জানলে চমকে উঠবেন

Last Updated:

HS Result 2024: লুকিয়ে লুকিয়ে কবিতা লেখেন, উচ্চ মাধ্যমিকের রাজ্যে পঞ্চম স্থান অধিকারী, অঙ্কিত পাল। বাসে চাপলেই লিখতে শুরু করেন কবিতা। অঙ্কিতের বাবা রাত ১২ টার সময়ও একবার কবিতা লিখতে দেখেছেন তাঁর ছেলেকে।

+
অঙ্কিত

অঙ্কিত পাল

বাঁকুড়া: লুকিয়ে লুকিয়ে কবিতা লেখেন, উচ্চ মাধ্যমিকের রাজ্যে পঞ্চম স্থান অধিকারী, অঙ্কিত পাল। বাসে চাপলেই লিখতে শুরু করেন কবিতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিন, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। রবি ঠাকুরকে নিজের অনুপ্রেরণা বলে মনে করা বাঁকুড়ার কেন্দুয়াডিহি হাই স্কুলের উচ্চ মাধ্যমিকের ছাত্র,অঙ্কিত পাল। ৪৯২ নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম হয়েছে সে।
দুর্দান্ত রেজাল্ট এর আনন্দ তার মাধ্যমিকে ব়্যাঙ্ক না করতে পারার আক্ষেপ মিটিয়েছে বলেই মনে করে অঙ্কিত। অঙ্কিত এর বাবা রথীন কুমার পাল প্রতাপপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। রথীনবাবু বলেন, রাত ১২ টার সময়ও একবার কবিতা লিখতে দেখেছেন তাঁর ছেলে অঙ্কিতকে। কবিতাপ্রেমী কৃতি অঙ্কিত বিজ্ঞান বিভাগ এর ছাত্র। আগামী দিনে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায় অঙ্কিত।
advertisement
advertisement
বাবা মায়ের বাঁধভাঙ্গা খুশি। আর সেই খুশির মধ্যেই বেরিয়ে এল কৃতী ছাত্রের ব্যাপারে না জানা গল্প। গান শোনা, গান করা থেকে শুরু করে ক্রিকেট খেলা, সবই করতে ভালবাসে অঙ্কিত । তবে বিশেষ নেশা কবিতা লেখার। নিজের মনেই পাতার পর পাতা কবিতা লিখতে পারে সে। বিজ্ঞানমনস্ক সংস্কৃতি প্রেমী এই ছাত্র যেন পড়াশোনার জগতে এক অনন্য উদাহরণ রাখার চেষ্টা করছে। অঙ্কিতের বাবা-মা জানান, ছোট থেকেই পড়াশোনায় ভাল তাদের সন্তান। মাধ্যমিকেও নজর কাড়া ফল (৬৭৮) করেছিল। এবার উচ্চমাধ্যমিকে পঞ্চম হল।
advertisement
মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক ফলাফল। মাধ্যমিকে কৃতির তালিকায় ছিলেন চারজন ছাত্র-ছাত্রী। তবে উচ্চমাধ্যমিকে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে জেলা। নয় জন রয়েছেন কৃতির তালিকায়। তাদের মধ্যে জেলায় প্রথম এবং রাজ্যে পঞ্চম হলেন কবিতা প্রেমী, বিজ্ঞানমনস্ক অঙ্কিত পাল।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
বাংলা খবর/ খবর/শিক্ষা/
HS Result 2024: পরীক্ষার আগেও লুকিয়ে লুকিয়ে করত এই কাজ! উচ্চ মাধ্যমিকে পঞ্চম অঙ্কিতের অজানা গল্প জানলে চমকে উঠবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement