HS Exam Result 2025: উচ্চ মাধ্যমিক ২০২৫-এর রিভিউ-স্ক্রুটিনির ফলাফল প্রকাশিত, মেধাতালিকায় ঢুকলেন আরও ১, বড় আপডেট জানুন
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
HS Exam Result 2025: তৎকাল পরিষেবায় রিভিউ ও স্ক্রুটিনির ফলপ্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। রিভিউতে ৩০ নম্বর পর্যন্ত বাড়ল পরীক্ষার্থীদের।
কলকাতা: তৎকাল পরিষেবায় রিভিউ ও স্ক্রুটিনির ফলপ্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। রিভিউতে ৩০ নম্বর পর্যন্ত বাড়ল পরীক্ষার্থীদের। স্ক্রুটিনি ও রিভিউ রেজাল্টের পর মেধাতালিকায় উল্লেখযোগ্য ভাবে রদবদল না হলেও ২১ থেকে ৩০ এবং ৩০-এর বেশি নম্বরও পেয়েছেন ৩২ জন পড়ুয়া।
বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তৎকাল পরিষেবায় রিভিউ ও স্ক্রুটিনির ফলপ্রকাশ করে। এত নম্বর বাড়ায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মূল্যায়নে থাকছে প্রশ্ন? প্রথম দশ মেধাতালিকায় স্থান করে নিল আরও একজন আলিপুরদুয়ারের পড়ুয়া।
আরও পড়ুন: অপারেশন সিঁদুর নিয়ে গর্বের পোস্ট করে মারাত্মক কাণ্ড, গৃহবধূকে সোশ্যাল মিডিয়ায় যা লেখা হল অবিশ্বাস্য!
মেধাতালিকার সংখ্যা ৭২ থেকে বেড়ে হল ৭৩। তৎকাল পরিষেবায় রিভিউয়ের ফলপ্রকাশ হল। সংসদ জানিয়েছে এর জন্য ৬১০১ উত্তরপত্র জমা পড়েছিল বিষয় ভিত্তিক। নম্বর পরিবর্তন হয়েছে — ১৬০২ এবং নম্বর পরিবর্তন হয়নি– ৪৪৯৯।
advertisement
advertisement
অন্যদিকে, তৎকাল পরিষেবায় স্ক্রুটিনির ফলপ্রকাশ হল এদিন। তৎকাল পরিষেবায় স্ক্রুটিনির জন্য ৫৪৫৪ জনের উত্তরপত্র জমা পড়েছিল বিষয়ভিত্তিক।
আরও পড়ুন: চুরি করা শাড়ি পড়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, তারপর? মধ্যমগ্রামে যা কাণ্ড ভাবতে পারবেন না!
এর মধ্যে পরিবর্তন হয়েছে — ১০৮৭ জনের, পরিবর্তন হয়নি– ৪৩৬৭। পিপিআর এবং পিপিআর মিলিয়ে মোট ১১৫৫৫ জনের আবেদন জমা পড়েছিল বিষয়ভিত্তিক। পরিবর্তন হয়েছে ২৬৮৯ জনের। পরিবর্তন হয়নি ৮৮৬৬ জনের। এর মধ্যে এক থেকে দশ নম্বর বেড়েছে ২৫৫৯ জনের, ১১ থেকে ২০ নম্বর বেড়েছে ৯৮ জনের, ২১ থেকে ৩০ নম্বর বেড়েছে ১২ জনের। ৩১ বা তার বেশি বেড়েছে ২০ জনের। মোট নম্বর বেড়েছে ২৬৮৯ জনের।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2025 8:32 PM IST










