সময়ে শেষ হচ্ছে না পরীক্ষা, উচ্চমাধ্যমিকের সেমেস্টারে প্রশ্নপত্র বিতর্ক! কী অভিযোগ পরীক্ষার্থীদের?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় সোমবার। ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ২০২৫-এ পুজোর আগেই শুরু হল। কারণ, এ বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেমিস্টার পদ্ধতিতে। পরীক্ষার জন্য কড়া পদক্ষেপ করেছে শিক্ষা সংসদ।
কলকাতা: প্রথম দিন থেকেই অভিভাবকেরা আশঙ্কায় ছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে ওএমআর শিটে অঙ্কের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে না পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম সেমেস্টারের সময়সীমা নিয়ে আতঙ্ক ছিল পরীক্ষার্থীদের মধ্যেও। সেটাই মিলে গেল।
শুক্রবার অঙ্ক পরীক্ষা দিয়ে ক্ষোভ উগড়ে দিলেন বহু পরীক্ষার্থী। নির্ধারিত সময়ের মধ্যে ওএমআর শিটে অঙ্কের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেনি বলেই তাদের অভিযোগ। অনেকেই জানিয়েছে, প্রশ্ন সহজ হয়েছিল। মূল সমস্যা তৈরি হয়েছে প্রশ্নপত্রের দৈর্ঘ্য এবং অঙ্ক করার জায়গা নিয়ে। প্রথমবার ওএমআর শিট-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে পড়ুয়ারা। ১ ঘণ্টা ১৫ মিনিটের মধ্যে উত্তর দিতে হচ্ছে তাদের।
advertisement
advertisement
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় সোমবার। ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ২০২৫-এ পুজোর আগেই শুরু হল। কারণ, এ বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেমিস্টার পদ্ধতিতে। পরীক্ষার জন্য কড়া পদক্ষেপ করেছে শিক্ষা সংসদ। কোনও রকম অপ্রীতিকর ঘটনা রুখতে কড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাফ জানিয়েছেন, হেনস্থা বা মারধরের ঘটনা ঘটলে কোনও ভাবে তা ক্ষমা করা যাবে না।
advertisement
চলতি বছর তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় বসবেন ৬ লক্ষ ৬০ হাজার জন। গত বছরের তুলনায় ১ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থী বেড়েছে। এদের মধ্যে ছাত্রীদের সংখ্যাই বেশি, মোট পরীক্ষার্থীর প্রায় ৫৬.০৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি জানিয়েছেন, গোটা দেশে এই প্রথম বার দ্বাদশে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হতে চলেছে। সিবিএসই বোর্ড বা জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষায় ক্যালকুলেটর বা বৈদ্যুতিন যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিয়ম উচ্চ মাধ্যমিকেও বহাল থাকছে। প্রশ্নপত্রও এমন ভাবেই করা হবে, যাতে ক্যালকুলেটর ব্যবহারের প্রয়োজন না পড়ে।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 19, 2025 4:41 PM IST

