HRTC Driver Recruitment 2021: দশম শ্রেণি উত্তীর্ণ হলেই মিলবে ড্রাইভারের চাকরি! ৩৩২ শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত সরকারের

Last Updated:

প্রার্থীদের আগামী ২৭ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

#সিমলা: সম্প্রতি হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (Himachal Road Transport Corporation) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ড্রাইভার (Driver) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
HRTC Driver Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৭ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। ট্রাইবাল অঞ্চলগুলির ক্ষেত্রে আবেদনের শেষ দিন ৫ জানুয়ারি, ২০২১ তারিখ। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। যে সকল প্রার্থীরা পূর্বেই আবেদন করেছিলেন তাদের আর আবেদনের প্রয়োজন নেই।
advertisement
advertisement
HRTC Driver Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৩৩২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের মূলত ড্রাইভার পদে নিয়োগ করা হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা:হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (Himachal Road Transport Corporation)
পদের নাম:ড্রাইভার
শূন্যপদের সংখ্যা: ৩৩২
কাজের স্থান:হিমাচলপ্রদেশ
কাজের ধরন:কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি:কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের এইচটিভি ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকাও জরুরি।
বেতনক্রম:কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
advertisement
আবেদনের শেষ দিন: ২৭.১২.২০২২/ ট্রাইবাল অঞ্চলে- ০৫.০১.২০২২
HRTC Driver Recruitment 2021: আবেদনের যোগ্যতা
যে সকল প্রার্থীরা নির্দিষ্ট পদে আবেদন করতে ইচ্ছুক তাদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের এইচটিভি ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকাও জরুরি।
HRTC Driver Recruitment 2021: বয়সসীমা
প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
HRTC Driver Recruitment 2021: আবেদন ফি
advertisement
প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে আরও বিশদে তথ্য জানতে এই লিঙ্কটি ব্যবহার করে দেখতে পারেন- https://static.abhibus.com/hrtc/pdf/20211206_1_Driver_ad.pdf
প্রার্থীদের উল্লিখিত পদে আবেদনের জন্য ৩০০ টাকা আবেদন ফি দিতে হবে। আবেদন ফি জমা দিতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
HRTC Driver Recruitment 2021: দশম শ্রেণি উত্তীর্ণ হলেই মিলবে ড্রাইভারের চাকরি! ৩৩২ শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত সরকারের
Next Article
advertisement
West Bengal Weather Update: নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা ! পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?
নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা! পঞ্চমী ও ষষ্ঠীর আবহাওয়ার আপডেট
  • নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে

  • উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা !

  • পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement