হুগলি: এবারে আরামবাগের মুকুটে নয়া পলক। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আরামবাগ শহরে তৈরি হতে চলেছে সরকারি নার্সিং কলেজ। প্রাথমিক পর্যায়ে জমি খোঁজার কাজ শুরু করেছে জেলা ও রাজ্যস্বাস্থ্য দফতর। এই নিয়ে এদিন প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজে একটি প্রশাসনিক বৈঠক হল। উপস্থিত ছিলেন প্রিন্সিপাল ডক্টর রমাপ্রসাদ রায়, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার এবং প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা।
প্রশাসন সূত্রে জানা গেছে ১০০ আসন বিশিষ্ট নার্সিং কলেজ তৈরি হবে আরামবাগে। মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় নার্সিং কলেজের অনুমোদন মিলেছে। যেখানে নার্সিং পাঠরত পড়ুয়ারা মেডিকেল কলেজে প্র্যাকটিস করতে পারবে। রাজ্য ও কেন্দ্র সরকারের পক্ষ থেকে এটি তৈরির জন্য আর্থিক অনুমোদন মিলে গেছে।
এ বিষয়ে ডাক্তার বলেন রামপ্রসাদ রায় বলেন মূলত এদিন কোন জায়গায় তৈরি হবে মূলত সেই নিয়ে বৈঠক হয়। আড়াই একরের বেশি জায়গার প্রয়োজন নার্সিং কলেজ করার জন্য। কলেজের তৈরি করা হবে শহরে তাই প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করার জন্য বৈঠক করা হলো বলে জানায়।
অন্যদিকে সংসদ অপরূপা পোদ্দার জানান, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রফুল্ল চন্দ্র সেনের হাসপাতাল তৈরি হয়েছে আবার নতুন করে শুরু হতে চলেছে সরকারি নার্সিং কলেজ। সেজে উঠছে আরামবাগ শহর। যত তাড়াতাড়ি সম্ভব নার্সিং কলেজ শুরু হয়ে যায় তার জন্যই জরুরি বৈঠক। আশা করি দ্রুত কাজ শুরু হয়ে যাবে।’’
Suvojit Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: College, Nursing College