West Bengal School Education: স্কুলে পড়তে হবে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডানের ইতিহাস, এবছর থেকেই শুরু রাজ্যে

Last Updated:

West Bengal school education: ছাত্রছাত্রীদের পাঠ্য়বইয়ে এই তিন ক্লাবের কী অবদান, তা নিয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সময়ে এই তিন ক্লাবে খেলে যাওয়া উল্লেখযোগ্য খেলোয়াড়দেরও নাম পাঠ্যবইয়ে স্থান পেয়েছে।

পাঠ্যবইতে তিন প্রধানের ইতিহাস।
পাঠ্যবইতে তিন প্রধানের ইতিহাস।
কলকাতা: এ বার  স্কুলের পাঠ্যবইয়ে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান ক্লাবের ইতিহাস। ভারতের ফুটবলের ইতিহাসে তিন ক্লাবেরই অবদান প্রচুর। শুধু তাই নয়, কলকাতার এই তিন প্রধান ক্লাবকে ঘিরে রয়েছে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত নানা ঘটনা।
এবার ছাত্রছাত্রীদের পাঠ্য়বইয়ে এই তিন ক্লাবের কী অবদান, তা নিয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। বিভিন্ন সময়ে এই তিন ক্লাবে খেলে যাওয়া উল্লেখযোগ্য খেলোয়াড়দেরও নাম পাঠ্যবইয়ে স্থান পেয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই ছাত্রছাত্রীরা স্কুলে পড়বে তিন ক্লাবের ইতিহাস। একাদশ শ্রেণিতেই এই তিন ক্লাবের ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়েছে।
advertisement
advertisement
“স্বাধীনতার আগে এবং পরে এই তিন ক্লাবের কী অবদান রয়েছে সে সম্পর্কে ছাত্রছাত্রীদের জানার প্রয়োজন। এই কারণেই আমরা এই তিন ক্লাবের ইতিহাস পাঠ্যবইয়ে নিয়ে এসেছি”, বললেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। মোহনবাগানের আইএফএ শিল্ড পাওয়া থেকে শুরু করে বিভিন্ন সময়কার ট্রফি জয় এবং ইতিহাস তুলে ধরা হয়েছে পাঠ্যবইয়ে।
advertisement
১৯১১ সালে মোহনবাগান ক্লাবের আইএফএ শিল্ড জয়ের সঙ্গে যুক্ত খেলোয়ারদের নাম ছবি-সহ বিস্তারিত উল্লেখ করা হয়েছে পাঠ্যবইতে। বিস্তারিত ইতিহাস রয়েছে ইস্টবেঙ্গল এবং মহামেডানেরও।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal School Education: স্কুলে পড়তে হবে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডানের ইতিহাস, এবছর থেকেই শুরু রাজ্যে
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement