HS Examination: আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক, নজরে নিরাপত্তা, নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Higher Secondary Examination 2024: সকাল ৯:৪৫ থেকে দুপুর ১টা পর্যন্ত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তিন ঘণ্টা ১৫ মিনিটই সময় দেওয়া হবে পরীক্ষার্থীদের উত্তর লেখার জন্য।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রায় ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী এবার পরীক্ষা দিতে চলেছে। যা গতবারের থেকে অনেকটাই কম। তবে ছাত্র পরীক্ষার্থীদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীদের হার অনেকটাই বেশি এবারের উচ্চ মাধ্যমিকে। মোট ২৩৪১টি পরীক্ষাকেন্দ্রে নেওয়া হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর মাধ্যমিকের পর এই পরীক্ষাতেও প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল হলে সেই পরীক্ষার্থী চিহ্নিত হয়ে যাবে।
এমনই পদক্ষেপ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রত্যেক পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের উপরে থাকা সিরিয়াল নম্বর লিখতে হবে। মূলত উত্তরপত্রে এই সিরিয়াল নম্বর লিখতে হবে। পাশাপাশি প্রশ্নপত্রে থাকবে কিউআর কোড বা বারকোড। বিভিন্ন জায়গাতেই থাকবে এই কোডের ব্যবহার। কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করলে সেই পরীক্ষার্থী বা কোন জেলা, কোন পরীক্ষা কেন্দ্র এবং কোন পরীক্ষার ঘর থেকে সেই প্রশ্নের ছবি উঠেছে, তা সঙ্গে সঙ্গে চিহ্নিত করতে পারবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবং সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
advertisement
advertisement
মাধ্যমিকের সময় প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করার অভিযোগে মোট ৩৬ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে সেই পথে হাঁটবে, তা গত মঙ্গলবার স্পষ্ট করে দিয়েছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তবে শুধু প্রশ্নপত্রের সুরক্ষায় নয়, একাধিক পরীক্ষাকেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর। মোট ১৭৬টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যে পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে মেটাল ডিটেক্টর। অর্থাৎ এই মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে পরীক্ষার্থীদের। কলকাতায় অবশ্য কোনও স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র নেই। বেশিরভাগ পরীক্ষাকেন্দ্রেই রয়েছে মালদহ জেলায়।
advertisement
পাশাপাশি একাধিক পরীক্ষাকেন্দ্রে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টরও ব্যবহার করা হবে। মূলত এই স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে ও একাধিক পরীক্ষা কেন্দ্রের সংলগ্ন এলাকায় এই প্রযুক্তি ব্যবহার করবে সংসদ। মূলত এই প্রযুক্তির মাধ্যমেও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন বা কোনওরকম ইলেকট্রনিক গ্যাজেট আছে কী না, তা চিহ্নিত করতে পারবে সংসদ। ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষা কেন্দ্রগুলির মূল গেটে সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছে। সিসিটিভি বসানোর পাশাপাশি যে পরীক্ষা ঘরে প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে সেই ঘরেও সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে কড়া নিরাপত্তায় আজ, শুক্রবার থেকে শুরু হচ্ছে রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 16, 2024 8:36 AM IST