সেমিস্টারের উচ্চ মাধ্যমিকে কী ভাবে নম্বর বিভাজন? মূল্যায়নের পদ্ধতি কী? চতুর্থ সেমিস্টার কবে? সংসদ জানাল বিস্তারিত

Last Updated:

পরীক্ষার ফল প্রকাশের পর দুপুর ২টো থেকে ‘স্টেটমেন্ট অফ মার্কস’ ডাউনলোড করা যাবে। শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আলাদা করে কোনও মার্কশিট দেওয়া হবে না।

পরীক্ষার ফল প্রকাশের পর দুপুর ২টো থেকে ‘স্টেটমেন্ট অফ মার্কস’ ডাউনলোড করা যাবে। শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আলাদা করে কোনও মার্কশিট দেওয়া হবে না।
পরীক্ষার ফল প্রকাশের পর দুপুর ২টো থেকে ‘স্টেটমেন্ট অফ মার্কস’ ডাউনলোড করা যাবে। শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আলাদা করে কোনও মার্কশিট দেওয়া হবে না।
উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতিতে এই বছর নজিরবিহীন ফলাফল। প্রকাশিত হয়েছে তৃতীয় সেমিস্টারের রেজাল্ট, আর সেই সঙ্গে সামনে এল নতুন নম্বর বিভাজন পদ্ধতি ও আগামী সেমিস্টারের সময়সূচি। নম্বর বিভাজন নিয়ে প্রশ্ন উঠছে এই ফলাফলের পর।  নেই ‘বেস্ট অফ ফাইভ’, পুরোপুরি মূল বিষয়ভিত্তিক হিসাব! কী ভাবে মূল্যায়ন হল?
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, এইবারের ফলাফলে ‘বেস্ট অফ ফাইভ’ পদ্ধতি প্রযোজ্য হয়নি। অর্থাৎ, মোট প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হয়েছে মূল পাঁচটি বিষয়-এর উপর প্রাপ্ত নম্বরের গড়ে।
advertisement
advertisement
সংসদের সভাপতি জানান, “এইবারের মূল্যায়নে কোনও অতিরিক্ত বা সহায়ক বিষয় বাদ দেওয়া হয়নি। মূল বিষয়গুলির উপর নির্ভর করেই নম্বর দেওয়া হয়েছে। এতে স্বচ্ছতা বজায় থাকে।”
ফলাফল অনুসারে ৯৩.৭২ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন, যা আগের সেমিস্টারের তুলনায় বেশি। ছাত্রদের পাশের হার ৯৩.৮১%, আর ছাত্রীদের ৯৩.৬৫%

মেধা তালিকায় রামকৃষ্ণ মিশনের জয়জয়কার

advertisement
মেধা তালিকায় স্থান পেয়েছেন মোট ৬৯ জন শিক্ষার্থী, যার মধ্যে রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ২৪ জন এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৩১ জন
প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দু’জন ছাত্র, প্রাপ্ত নম্বর ৯৮.৯৭%
দ্বিতীয় হয়েছেন ১০ জন, পেয়েছেন ৯৮.৯৫%, আর তৃতীয় স্থানে রয়েছেন একজন, ৯৮.৯২% নম্বর প্রাপ্ত।

বিভাগভিত্তিক পাশের হার

advertisement
  • বিজ্ঞান বিভাগে: ৯৮.৮০%
  • কমার্স বিভাগে: ৯৪.১৯%
  • কলা বিভাগে: ৯২.৫৪%
  • ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৪১.১৬% শিক্ষার্থী, ৭০ শতাংশের বেশি ১০.১৪%, আর ৯০ শতাংশের বেশি পেয়েছেন মাত্র ০.৪৮%

    অনলাইন মার্কশিটে নতুনত্ব

    পরীক্ষার ফল প্রকাশের পর দুপুর ২টো থেকে ‘স্টেটমেন্ট অফ মার্কস’ ডাউনলোড করা যাবে। শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আলাদা করে কোনও মার্কশিট দেওয়া হবে না।
    প্রতিটি বিষয়ে প্রাপ্ত নম্বর, মোট নম্বর ও পার্সেন্টাইল অনলাইনে দেখা যাবে। স্কুলগুলিকে দেওয়া হবে একটি সামারি শিট, যেখানে স্কুলের সামগ্রিক পারফরম্যান্স থাকবে। প্রধান শিক্ষক স্বাক্ষর করে তা শিক্ষার্থীদের দিতে পারবেন।
    advertisement

    চতুর্থ সেমিস্টার কবে?

    সংসদের সূত্রে খবর, চতুর্থ সেমিস্টার পরীক্ষা আগামী বছরের এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা। পরীক্ষার সময়সূচি নিয়ে খুব শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করবে সংসদ।

    জেলাভিত্তিক পারফরম্যান্স

    দক্ষিণ ২৪ পরগনা জেলায় পাশের হার সবচেয়ে বেশি। কলকাতা রয়েছে পাশের নিরিখে ১২তম স্থানে
    view comments
    বাংলা খবর/ খবর/শিক্ষা/
    সেমিস্টারের উচ্চ মাধ্যমিকে কী ভাবে নম্বর বিভাজন? মূল্যায়নের পদ্ধতি কী? চতুর্থ সেমিস্টার কবে? সংসদ জানাল বিস্তারিত
    Next Article
    advertisement
    Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
    ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
    • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

    • স্বপ্নের মতো মনে হচ্ছে...

    • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

    VIEW MORE
    advertisement
    advertisement