Burdwan University: যোগাসনে উচ্চশিক্ষার সুযোগ! বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিজি ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু

Last Updated:

Burdwan University: ইচ্ছুক সকলের জন্যই রয়েছে বিশেষ সুযোগ। যোগাসন নিয়ে উচ্চস্তরে পড়াশোনার সুযোগ দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়।

বর্ধমান বিশ্ববিদ্যালয় 
বর্ধমান বিশ্ববিদ্যালয় 
পূর্ব বর্ধমান: যোগ ব্যায়াম চর্চাকারীদের জন্য রয়েছে সুখবর। এছাড়া ইচ্ছুক সকলের জন্যই রয়েছে বিশেষ সুযোগ। যোগাসন নিয়ে উচ্চ স্তরে পড়াশোনার সুযোগ দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এই বিষয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে যোগাসন নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমায় ভরতির জন্য ।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট কোর্সের জন্য মোট আসন সংখ্যা রয়েছে ৫১টি। এর মধ্যে সাধারণ বিভাগের ২৬ জন ভরতি হতে পারবেন। বাকি আসন সংখ্যা সীমিত রয়েছে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য। নির্দিষ্ট কোর্সের কোর্স-ফি লাগবে ১৫ হাজার টাকা। যারা আবেদন করবেন তাদের আবেদনের জন্য অর্থাৎ আবেদনকারীকে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে।
advertisement
advertisement
এছড়াও আরও অনান্য বিষয়ও রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে অবশ্যই মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন আবেদনকারীকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রথমে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি জমা দিতে হবে অনলাইন মাধ্যমে।
advertisement
পাশাপাশি আবেদনমূল্য হিসেবে ৫০০ টাকা জমা দিতে হবে। আগামী ১৫ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বর্ধমান বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মে মাসের প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু হতে পারে। নির্দিষ্ট বিষয়ে বিস্তারিত জানার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Burdwan University: যোগাসনে উচ্চশিক্ষার সুযোগ! বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিজি ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement