Calcutta University Exam Controversy: টিএমসিপি-র সমাবেশের জন্য পিছিয়ে দিতে হবে পরীক্ষা? কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিল উচ্চশিক্ষা দফতর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
প্রতি বছরই ২৮ অগাস্ট মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমমাবেশের আয়োজন করা হয়৷
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস৷ তাই পূর্ব নির্ধারিত পরীক্ষা পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিল উচ্চশিক্ষা দফতর৷ অনুরোধ বলে চিঠি দেওয়া হলেও আসলে উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে তাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছিল বলেই মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা না পিছনোর বিষয়েই অনড় রয়েছেন বলে খবর৷ এই ঘটনাকে কেন্দ্র করে উচ্চশিক্ষা দফতর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রীতিমতো সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে৷
প্রতি বছরই ২৮ অগাস্ট মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমমাবেশের আয়োজন করা হয়৷ সেই সমাবেশে বক্তব্য রাখেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব৷ এ বছরও সেই সমাবেশ হওয়ার কথ৷
কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ২৮ অগাস্ট বি কম এবং আইন বিভাগের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা রয়েছে৷ উচ্চশিক্ষা দফতর থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২৮ অগাস্ট যাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়, বিভিন্ন মহল থেকে তাদের কাছে সেই অনুরোধ এসেছে৷ সেই কারণেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি বিবেচনা করে পরীক্ষা পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর৷
advertisement
advertisement
যদিও উচ্চশিক্ষা দফতরের চিঠি পাওয়ার পরেও কোন সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ বিষয়টি নিয়ে আলোচনার জন্য আগামী সোমবার সিন্ডিকেটের জরুরি বৈঠক ডাকা হয়েছে৷ সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে যে উচ্চশিক্ষা দফতরের অনুরোধ মেনে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের জন্য পরীক্ষা আদৌ বাতিল করা হবে নাকি আইনি পথে হাঁটবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ যদিও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 01, 2025 8:04 PM IST