Exclusive: টেট ফেল, সাড়ে সাত লক্ষ টাকায় সাদা খাতা জমা দিয়ে চাকরি! ডিভিশন বেঞ্চের রায়ে উল্লেখ
- Published by:Debamoy Ghosh
Last Updated:
রায়ের ৫১ নম্বর পাতায় সিবিআই স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ, টেট ২০১৪ না বসেই চাকরি পেয়েছেন পাপিয়া মুখোপাধ্যায়।
#কলকাতা: প্রায় দেড় মাস পর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করেছে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের হাত আরও শক্ত করে দিয়েছে ডিভিশন বেঞ্চের রায় ৮ দফা নির্দেশ৷
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে মান্যতা দিয়ে এ দিনের রায়ে মূলত আটটি বিষয়ে সিঙ্গল বেঞ্চের রায়কে বহাল রেখেছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ৷ এক নজরে দেখে নেওয়া যাক এ দিনের রায়ের মূল নির্যাস-
advertisement
advertisement
advertisement
advertisement
মামলাকারী রমেশ মালিকের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বন্দোপাধ্যায় জানান, দীর্ঘ ৫ বছর ভুল প্রশ্নে বাড়তি এক নম্বর প্রদানের তথ্য লুকিয়েছে পর্ষদ। ডিভিশন বেঞ্চের রায়ে তার প্রতিফলন রয়েছে।
মামলাকারী সৌমেন নন্দীর আইনজীবী ফিরদৌস সামিম জানান, সাদা খাতা জমা দিয়ে প্রাথমিকে চাকরির অভিযোগ মান্যতা পেলো প্রাথমিক ভাবে। সিবিআই স্ট্যাটাস রিপোর্ট সেই ইঙ্গিত দিয়েছে। রায়ের ৫১ নম্বর পাতায় সিবিআই স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ, টেট ২০১৪-তে না বসেই চাকরি পেয়েছেন পাপিয়া মুখোপাধ্যায়। তিনি সাড়ে সাত লক্ষ টাকার বিনিময়ে চাকরি পান নদিয়ার হবিবপুরের স্কুলে।
Location :
First Published :
September 02, 2022 8:54 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Exclusive: টেট ফেল, সাড়ে সাত লক্ষ টাকায় সাদা খাতা জমা দিয়ে চাকরি! ডিভিশন বেঞ্চের রায়ে উল্লেখ