Health sector : অতিমারী বুঝিয়েছে স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্ব! স্বাস্থ্যক্ষেত্রে চাকরি পেতে এই সংস্থায় বিশেষ প্রশিক্ষণ

Last Updated:

Health sector : গোটা দেশে প্রায় দেড় লক্ষ নার্স এবং ৫০ হাজার ডাক্তারের অভাব রয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে।

অতিমারী বুঝিয়েছে স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্ব! স্বাস্থ্যক্ষেত্রে চাকরি পেতে এই সংস্থায় বিশেষ প্রশিক্ষণ
অতিমারী বুঝিয়েছে স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্ব! স্বাস্থ্যক্ষেত্রে চাকরি পেতে এই সংস্থায় বিশেষ প্রশিক্ষণ
#কলকাতা: করোনা অতিমারী আমাদের অনেক কিছু শিখিয়েছে। ভারতবর্ষে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের অভাব, সঠিকভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে সামলানো, রোগী পরিষেবা ঠিক ভাবে দেওয়া থেকে রোগীর পরিবার,পরিজনদের কাউন্সেলিং ইত্যাদি সম্পর্কে নতুন ভাবে ভাবিয়েছে এই অতিমারী। পদে পদে বুঝিয়ে দিয়েছে উন্নত, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর কতটা প্রয়োজন। গোটা দেশে প্রায় দেড় লক্ষ নার্স এবং ৫০ হাজার ডাক্তারের অভাব রয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে।
শুধু তাই নয়, স্বাস্থ্যক্ষেত্রে সঠিক ট্রেনিংপ্রাপ্ত ম্যানেজমেন্ট কর্মীদেরও অভাব দেখা গিয়েছে। সম্প্রতি কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে একথা দাবি করে বেঙ্গালুরুর ইনস্টিটিউট অফ হেলথ ম্যানেজমেন্ট রিসার্চ। সারা ভারতের মতো পশ্চিমবঙ্গও এই সমস্যার সম্মুখীন। এই রাজ্যেও গত বছর করোনার দ্বিতীয় প্রবাহর সময় দেখা গিয়েছে কী পরিমাণে হাহাকার। এখানেও চিকিৎসকদের সঙ্গে রোগীদের অনুপাত সঠিকভাবে নেই। নেই রোগীর অনুপাতে সঠিক প্রশিক্ষণ প্রাপ্ত নার্স এবং স্বাস্থ্যকর্মী।
advertisement
ফলে এই সময়ে বিশেষ ভাবে দরকার হয়ে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থাকে সঠিক ভাবে পরিচালনা করার জন্য উপযুক্ত ব্যক্তির। এই বিপুল চাহিদা মেটানোর জন্য বেঙ্গালুরুর ইনস্টিটিউট অফ হেলথ ম্যানেজমেন্ট রিসার্চ দুবছর এর পূর্ণ সময়ের স্নাতকোত্তর ডিগ্রির কথা জানিয়েছে। যার মধ্যে রয়েছে হসপিটাল ম্যানেজমেন্ট, হেলথ ম্যানেজমেন্ট, হেলথ ইনফর্মেশন টেকনোলজি ম্যানেজমেন্ট, এবং ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্ট। তাদের এই স্নাতকোত্তর ডিগ্রী কোর্স অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) দ্বারা মান্যতা প্রাপ্ত ।
advertisement
advertisement
শুধু তাই নয়, দেশবিদেশের বহু নামজাদা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ রিসার্চ সেন্টার হসপিটালের সঙ্গে তাদের কোলাবরেশন রয়েছে। যার ফলে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা পাশ করার পরেই ১০০% কাজে যোগ দেওয়ার রেকর্ড রয়েছে এমনটাই দাবি করছেন সংস্থার অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর কীর্তি উদায়াই।
পশ্চিমবঙ্গ সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সব রকম সুবিধা এখানে পাওয়া যাবে এবং আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে স্কলারশিপের ব্যবস্থা। সাধারণ গ্র্যাজুয়েশন যাঁরা করছেন তাঁদের ক্ষেত্রে ৭০ শতাংশ এবং মেডিকেল গ্র্যাজুয়েটদের জন্য ৬০% নম্বর পেলেই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। স্কলারশিপ পাওয়া যাবে প্রাপ্ত নাম্বার এর উপর ভিত্তি করে।
advertisement
তারা আরও দাবি করছেন, যে সমস্ত ছাত্র-ছাত্রী তাদের ইনস্টিটিউট থেকে পাশ করবেন তাঁরা ইন্ডাস্ট্রিতে দ্রুত কাজ পাবেন। ইনস্টিটিউট অফ হেলথ ম্যানেজমেন্ট রিসার্চ ব্যাঙ্গালোরে ভর্তি হওয়ার সমস্ত তথ্য রয়েছে www.iihmrbangalore.edu.in-এ। এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেসিলিটি ডিরেক্টর, নারায়ানা হেলথ কলকাতার প্রতীক জৈন, আইআইএইচএমআর ব্যাঙ্গালোর-এর অ্যাসোসিয়েট প্রফেসর পীযূষ কুমার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মৃন্ময় রায়, ম্যানেজার অ্যাকাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন সতীশ সিং।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Health sector : অতিমারী বুঝিয়েছে স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্ব! স্বাস্থ্যক্ষেত্রে চাকরি পেতে এই সংস্থায় বিশেষ প্রশিক্ষণ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement