"Nathuram Godse My Idol": 'নাথুরাম গডসে আমার আদর্শ'! গুজরাতের স্কুলে প্রতিযোগিতার বিষয় ঘিরে বিতর্কের ঝড়!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Gujarat school Competition: এই বিতর্কের জেরে ভালসাদ জেলার ক্রীড়া আধিকারিক মিতাবেন গাউলিকে বহিষ্কার করা হয়েছে। রাজ্যের মন্ত্রী হর্ষ সাংভি জানিয়েছেন বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
#গুজরাত: স্কুলের বক্তৃতা প্রতিযোগিতার বিষয় “নাথুরাম গডসে আমার আদর্শ” (Nathuram Godse My Idol)! অবাক করে দেওয়া এমন ঘটনাই ঘটেছে গুজরাতের একটি বেসরকারি স্কুলে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য একটি বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে গুজরাতের ভালসাদের কুমকুম বিদ্যালয় (Gujarat Kumkum Vidyalay)। জাতির জনক মহাত্মাকে গুলি করে হত্যা করেছিলেন নাথুরাম গডসে (Nathuram Godse)। সেই ব্যক্তিকেই নিজের ‘আদর্শ’ হিসেবে ভেবে বক্তব্য রাখার বিষয়টি (Nathuram Godse My Idol) স্বাভাবিকভাবেই শুধু গুজরাত নয় সারা দেশের বিতর্কের জন্ম দিয়েছে।
অহিংসার প্রতীক হিসেবে ভাবা হয় যে ব্যক্তিত্বকে সেই মহাত্মা গান্ধিকে (Mahatma Gandhi) প্রকাশ্যে হত্যা করেছিলেন বিতর্কিত চরিত্র নাথুরাম। তাকেই কীভাবে আদর্শ হিসেবে ভাবা যেতে পারে! কীভাবেই বা একটি স্কুলে উচ্চপ্রাথমিকের পড়ুয়াদের এমন বিষয়ে বলতে বলার ভাবনা হল এই প্রশ্ন উঠেছে স্বাভাবিকভাবেই।
advertisement
advertisement
এই বিতর্কের জেরে ভালসাদ জেলার ক্রীড়া আধিকারিক মিতাবেন গাউলিকে বহিষ্কার করা হয়েছে। রাজ্যের মন্ত্রী হর্ষ সাংভি জানিয়েছেন বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই বিষয় (Nathuram Godse My Idol) নির্বাচনের নেপথ্যে যেই থাকুন না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই আশ্বাস দিয়েছেন তিনি। মহাত্মার গুজরাতেই কীভাবে তাঁর আদর্শ প্রচার না করে একজন হত্যাকারীকে এভাবে তুলে ধরা হচ্ছে এই নিয়ে প্রশ্ন তুলেছেন গান্ধির মতাদর্শে বিশ্বাসীরা।
advertisement
গান্ধির আশ্রমেরই বাসিন্দা দীমন্ত বাধিয়া বলেন, “যে বিভাগ এই বিষয়টিকে (Nathuram Godse My Idol) নির্বাচন করেছে সম্পূর্ণ দায় তাদেরই। যে কর্মচারী বা আধিকারিক বিষয়টিকে মান্যতা দিয়েছেন তাকে বহিষ্কার করা উচিত। আজ সারা বিশ্বই গান্ধিজিকে মান্যতা দেয়, তাঁর আদর্শকে গুরুত্ব দেয়। এই বিদ্যালয়ের পড়ুয়াদের কোনও ধারণাই নেই গান্ধি কে ছিলেন আর গডসে কে ছিলেন।” তিনি আরও জানান, একদিকে বিশ্বব্যাপী গান্ধিজির আশ্রম গড়ার কথা হচ্ছে অন্যদিকে এমন ঘটনাও ঘটছে। প্রসঙ্গত উল্লেখ্য, গান্ধিজির হত্যাকারীর জন্মদিন পালন ঘিরে ইতিমধ্যেই একাধিকবার বিতর্কে জড়িয়েছে শাসক দল বিজেপি এবং তাদের মতাদর্শিক দল আরএসএস। গডসেকে আদর্শ মনে করে কিছু জায়গায় পালিত হয় জন্মজয়ন্তী।
Location :
First Published :
February 17, 2022 4:47 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
"Nathuram Godse My Idol": 'নাথুরাম গডসে আমার আদর্শ'! গুজরাতের স্কুলে প্রতিযোগিতার বিষয় ঘিরে বিতর্কের ঝড়!