Government Job News: পুজোর আগে সরকারি চাকরির বড় সুযোগ, খুঁটিনাটি দেখে আজই আবেদন করুন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Government Job News: জেলার প্রশাসনিক ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানেই চাকরির সমস্ত তথ্য দেওয়া হয়েছে। চাকরির আবেদন করুন আজই।
উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলায় এগ্রিকালচার বিভাগে কাজের সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যেখানে জেলার ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার (অ্যাডমিনিস্ট্রেশন)-এর অফিসের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের কথা জানানো হয়েছে। এর জন্য প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।
আরও পড়ুন: সকালে ঘুম ভাঙতেই একের পর এক হাঁচি হয়? কেন হচ্ছে এমন সমস্যা? না জানলে বড় বিপদ হতে পারে!
যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শূন্যপদ রয়েছে একটি। কাজের মেয়াদ থাকবে এক বছর। যদিও পরবর্তীকালে এই মেয়াদ বাড়ানো হতে পারে। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ১০ হাজার টাকা। আগামী ৩০ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন।
advertisement
advertisement
আরও পড়ুন: কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করতে খরচ কত? সন্তানকে KVS-এ ভর্তির আগে কীভাবে আবেদন করবেন জানুন
বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় নিয়োগের ইন্টারভিউ হবে আগামী ৩ অক্টোবর, সকাল সাড়ে ১০টা থেকে। এ বিষয়ে আরও তথ্য জানতে উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইট uttardinajpur.gov.in যোগাযোগ করুন।
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2024 4:58 PM IST