Malda News: বিআইএজি-র সঙ্গে মৌ স্বাক্ষর মালদহের ইঞ্জিনিয়ারিং কলেজের, বাড়বে পড়ুয়াদের কাজের সু‌যোগ

Last Updated:

Malda News: আগামীতে বিভিন্ন ক্ষেত্রে এক সঙ্গে কাজ করবে দু'টি সংস্থা। মালদহের জিকেসিআইইটি ক্যাম্পাসে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মউ স্বাক্ষর করা হয়।

+
মৌ

মৌ স্বাক্ষর

মালদহ: প্রযুক্তির ব্যবহার ক্রমশ উন্নতি হচ্ছে। বিশেষ করে ড্রোন ও রোবটের ব্যবহারে বিভিন্ন ক্ষেত্রে কাজে সুবিধা হচ্ছে। আগামীতে ড্রোনের ব্যবহারের বিপুল সম্ভাবনা তৈরি হচ্ছে। পাশাপাশি তৈরি হবে ড্রোন সংক্রান্ত বিষয়ে কর্মসংস্থান। ভবিষ্যতের কথা মাথায় রেখে মালদহের গনিখান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ মউ সাক্ষর করল আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন গেমস বোর্ডের সঙ্গে।
আগামীতে বিভিন্ন ক্ষেত্রে এক সঙ্গে কাজ করবে দু'টি সংস্থা। মালদহের জিকেসিআইইটি ক্যাম্পাসে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মউ স্বাক্ষর করা হয়। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন গেমস বোর্ডের একজিকিউটিভ ডিরেক্টর আশু গুপ্ত। মালদহ জিকেসিআইইটি-র ডিরেক্টর পিআর আলাপতি-সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা।
advertisement
advertisement
আন্তর্জাতিক সংস্থা বিআইএজি মনে করছে, অদূর ভবিষ্যতে ড্রোন ইন্ডাস্ট্রিতে বিপুল সম্ভাবনার দিশা রয়েছে ভারতবর্ষে। এক লক্ষ চাকরির সুযোগ তৈরি হচ্ছে। ৮০ কোটি টাকার বার্ষিক বাজার রয়েছে। আগামীতে এই বাজার প্রায় ১৫০০০ কোটি টাকায় পৌঁছানোর সম্ভবনা রয়েছে।
advertisement
উল্লেখ্য, ২০২১ সালে বিআইএজির পক্ষ থেকে প্রথম ন্যাশনাল ড্রোন চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। মালদহের জিকেসিআইইটি দ্বিতীয় স্থান অধিকার করে। তারই সুবাদে এই সুযোগ। আগামীতে এই কেন্দ্রীয় কারিগরি প্রতিষ্ঠানের মেকানিক্যাল, কম্পিউটার ও ইলেক্ট্রিক্যালের পড়ুয়ারা উন্নতমানের ড্রোন তৈরির ক্ষেত্রে বিআইএজির কাছে উন্নতমানের সহযোগিতা পাবেন। এই মউ সাক্ষরের ফলে শুধুমাত্র মালদহের এই শিক্ষাপ্রতিষ্ঠান নয়, অনান্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সুবিধা হবে। এইখান থেকে বহু মেধা পড়ুয়া আগামীতে সুযোগ পাবে কাজের।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Malda News: বিআইএজি-র সঙ্গে মৌ স্বাক্ষর মালদহের ইঞ্জিনিয়ারিং কলেজের, বাড়বে পড়ুয়াদের কাজের সু‌যোগ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement