Exam Tips: সামনেই পরীক্ষা? এই ১০টি সহজ টিপস মেনে চললেই যে কোনও বিষয়ে ভাল নম্বর উঠতে বাধ্য

Last Updated:

Exam Tips: এমন পরিস্থিতিতে ইংরেজি শিক্ষক অজিত কুমার হাপুর জেলার এলএন পাবলিক স্কুলের দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের কিছু জরুরি পরামর্শ দিয়েছেন।

দিনরাত পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত- Photo- Representative
দিনরাত পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত- Photo- Representative
কলকাতা: ইউপি বোর্ড এবং সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাস থেকে। ডেটশিট প্রকাশের পর বোর্ড পরীক্ষার টেনশনে পড়াশোনা শুরু করেছে শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে তারাও দিনরাত পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত। সবচেয়ে বেশি পরীক্ষার উত্তেজনা অনুভব করে সেই সব শিক্ষার্থীরা, যাদের সিলেবাসের অনেকটাই বাদ চলে গিয়েছে এবং কোনও ভাবে তারা সারা বছর ভাল করে পড়াশোনা করে উঠতে পারেনি। এমন পরিস্থিতিতে ইংরেজি শিক্ষক অজিত কুমার হাপুর জেলার এলএন পাবলিক স্কুলের দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের কিছু জরুরি পরামর্শ দিয়েছেন।
অজিত কুমার জানান, পরীক্ষা শুরু হতে আর দুই মাসেও বাকি নেই। ইউপি বোর্ড এবং সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। দশম ও দ্বাদশ বোর্ডের পরীক্ষায় বসতে চলেছে দেশের কোটি কোটি শিক্ষার্থী। পরীক্ষার প্রস্তুতির সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি। পরীক্ষায় ভাল নম্বর পেতে এই টিপসগুলো খুবই সহায়ক হতে পারে।
advertisement
advertisement
সঠিক ভাবে নোট সংশোধন:
advertisement
প্রথমত, শিক্ষার্থীদের তাদের তৈরি করা নোটের জন্য সঠিক ভাবে প্রস্তুতি নিতে হবে এবং নিয়মিত পড়তে হবে। দুর্বল শিক্ষার্থীদের সেই অধ্যায়গুলিতে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে, যা তারা আগে পড়তে পারেনি। অজিত কুমার বলেছেন যে, বিভিন্ন বোর্ডে অধ্যয়নরত শিক্ষার্থীদের তাদের সিলেবাসের দিকে মনোনিবেশ করা উচিত। দিনরাত সময় বের করে নিজেকে প্রস্তুত করতে হবে। যতটা সম্ভব নোট প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীদের এটি ভাল নম্বর পেতে সাহায্য করবে।
advertisement
সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি নেওয়া:
অজিত কুমার জানান, শিক্ষার্থীদের সামর্থ্য বিবেচনা করে প্রস্তুতি নিতে হবে। এমন কাজ একেবারেই করা উচিত নয়, যাতে তাদের সময় নষ্ট হয়। শিক্ষার্থীদের বিশেষ টিপস দিতে গিয়ে অজিত কুমার বলেন, পড়াশোনার সময় তাদের শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা নিতে হবে। শিক্ষক ছাড়া জ্ঞান অর্জিত হয় না, এই বিষয়টি মাথায় রেখে শিক্ষার্থীদের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। কোনও অধ্যায় সম্পর্কে সন্দেহ থাকলে তাদের জিজ্ঞাসা করে নেওয়া উচিত।
advertisement
এই বিষয়গুলির দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত:
১. ক্লাস চলাকালীন তৈরি করা নোটগুলিতে মনোযোগ দিতে হবে।
২. পরিকল্পনা-সহ সকল বিষয়ের অগ্রাধিকার নির্ধারণ করা উচিত।
৩. কয়েক বছরের পুরনো প্রশ্নপত্র সমাধান করা উচিত।
৪. যে কোনও বিষয়ই বুঝে পড়া উচিত। মুখস্থ করে নয়।
৫. পরীক্ষার সময় মানসিক চাপ থেকে দূরে থাকা উচিত।
advertisement
৬. টাইম টেবিল অনুযায়ী পড়াশোনা করা উচিত।
৭. প্রশ্নের উত্তর লিখে বারবার অনুশীলন করা উচিত।
৮. মোবাইল এবং ইন্টারনেট থেকে দূরে থাকা উচিত।
৯. সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস করতে হবে।
১০. কোনও সমস্যা তৈরি হলে অভিভাবক ও শিক্ষকদের সহায়তা নেওয়া আবশ্যক।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Exam Tips: সামনেই পরীক্ষা? এই ১০টি সহজ টিপস মেনে চললেই যে কোনও বিষয়ে ভাল নম্বর উঠতে বাধ্য
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement