Viral Video: বিধায়ক তো কী হয়েছে, শাড়ি পরেই কৈশোরের মতো ব্যাডমিন্টন খেলার আনন্দে মাতোয়ারা লাভলি মৈত্র, ফিরদৌসী বেগম
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
Viral Video: শীতের মজা চুটিয়ে উপভোগ. শাড়ি পড়েই ব্যাডমিন্টন কোর্টে দুই বিধায়িকা
সোনারপুর: শীতের রাতে শাড়ি পড়েই র্যাকেট হাতে ব্যাডমিন্টন কোর্টে নামলেন সোনারপুরের দুই বিধায়ক। সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র এবং সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম এই দুজনকে আজ দেখা গেল র্যাকেট হাতে। বিধানসভায় স্বরাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক সেরে দুজনেই আসেন রাজপুর সোনারপুর পুরসভায়।
চেয়ারম্যানের সঙ্গে মিটিং সেরে রাতে বের হওয়ার সময় কয়েকজন যুবককে র্যাকেট হাতে খেলতে দেখে তাঁরা। তারপর দুজনেই নেমে পড়েন মাঠে। বেশ কিছু সময় দু’জনে খেলেন। তারপর তাঁদের সঙ্গে খেলায় যোগ দেন রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব কান্তি দাস। খেলা শেষে দু’জনেই জানান খুব ভাল লাগছে তাঁদের। শাড়ি পরে যখন মহিলা বিধায়করা খেলছিলেন তখন তা ছিল দেখার মতো। একে অন্যকে কার্যত বুঝিয়ে দিচ্ছিলেন কে কতটা ফিট।
advertisement
আরও পড়ুন – IPL 2024 Auction: কোন কোন বোলার হলেন নিষিদ্ধ, নাটক চরমে, বাদ উঠতি তারকার নাম, প্রাক্তন KKR-র নাম গেল কাটা
advertisement
খেলাটা তাঁরা যে খারাপ বোঝেন না সেটা একের পর এক স্ম্যাশ দিয়ে প্রমাণ করছিলেন। টানটান মুহূর্ত যাঁরা দেখেছেন তাঁদের অনেকেই এই খেলা ফ্রেমবন্দি করেছেন। জাতীয় স্তরের ক্রীড়াবিদ না হয়েও শীতে গা গরম করে তাঁরা এখন ভাইরাল।
advertisement
এই খেলা শেষে প্রত্যেকেই হাসি মুখে বাড়ি ফেরেন। লাভলি মৈত্র বলেন ‘‘আমি খুব ভালবাসি ব্যাডমিন্টন খেলতে। আজ এখানে খেলার আয়োজন দেখে নিজেকে থামাতে পারলাম না। সবাই বলল খেলার জন্য। ভাল লাগছে। মাঝে মাঝেই যদি সময় হয় তাহলে খেলার জন্য এখানে আসতে চাইব।’’
ফিরদৌসী বেগমের কথায়, ‘‘কাজের জন্য তো আর খেলার সময় হয় না। অনেকদিন পর র্যাকেট হাতে পেয়ে ভাল লাগল। দু’জনে এসেছিলাম পুরসভায়। আমরা যখন বেরিয়ে যাচ্ছি তখন দেখলাম এখানে খেলা হচ্ছে। খেললাম।’’
advertisement
Suman Saha
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 16, 2023 8:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video: বিধায়ক তো কী হয়েছে, শাড়ি পরেই কৈশোরের মতো ব্যাডমিন্টন খেলার আনন্দে মাতোয়ারা লাভলি মৈত্র, ফিরদৌসী বেগম