Higher Secondary Examination: উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত! এ বার আরও কড়া সংসদ নিরাপত্তা করছে আঁটোসাঁটো
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Uddalak B
Last Updated:
Higher Secondary Examination: সিসিটিভি ক্যামেরার ফুটেজ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষার প্রত্যেক মুহূর্তের ঢোকা ও বেরোনোর ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে।
কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় নির্দেশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। নির্দেশে বলা হয়েছে, প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথে বাধ্যতামূলক সিসিটিভি লাগাতে হবে। পাশাপাশি যে ঘরে প্রশ্নপত্র খোলা হবে, সেই ঘরেও সিসিটিভির ব্যবস্থা থাকতে হবে।
সিসিটিভি ক্যামেরার ফুটেজ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষার প্রত্যেক মুহূর্তের ঢোকা ও বেরোনোর ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে। কোন কোন পরীক্ষা কেন্দ্র সিসিটিভি ব্যবস্থা করল, তার কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে। পরীক্ষা কেন্দ্রগুলিকে নির্দেশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।
advertisement
১৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক৷ কিন্তু, এর মধ্যেই বড় সিদ্ধান্ত ঘোষণা করা হয়৷ পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়৷ সময় বদলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়েছে ২ ঘণ্টা ১৫ মিনিট৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Feb 05, 2024 8:43 PM IST










