Summer Holiday: আজ থেকেই স্কুলে স্কুলে অতিরিক্ত ক্লাস, সিলেবাস কি শেষ হবে? চিন্তায় শিক্ষক-শিক্ষিকারা

Last Updated:

সেক্ষেত্রে, বৃহস্পতিবার থেকে সেই নির্দেশিকা মেনেই একাধিক স্কুল অতিরিক্ত ক্লাস করানোর পথে হাঁটতে চলেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, এই নির্দেশ পেয়ে একাধিক স্কুল শনিবারও পুরোদমে স্কুল চালু রাখার কথাও ভাবতে শুরু করেছে। রাজ্যের একাধিক সরকারি ও সরকার নিয়ন্ত্রিত স্কুল শনিবার হাফ ছুটি দিয়ে দেওয়া হয়। কিন্তু এবার একাধিক স্কুল শনিবার পুরো স্কুল করানোর কথাই ভাবছে বলে সূত্রের খবর।

কলকাতা: দীর্ঘ গরমের ছুটি কাটিয়ে আজ থেকে ফের স্কুলমুখী এ রাজ্যের পড়ুয়ারা৷ কিন্তু, সেই গরমের মধ্যেই৷ তবে আবহাওয়া ছাড়াও এখন যে বিষয়টা অভিভাবকদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে, তা হল সিলেবাস৷ প্রচুর ক্লাস ইতিমধ্যেই নষ্ট হয়েছে৷ আবার সময়মতো পরীক্ষাও তো হবে৷ তাহলে কী করে শেষ হবে বাকি সিলেবাস, কী করেইন বা বাচ্চারা এত তাড়াতাড়ি সেগুলো তৈরি করবে, এখন সেটা নিয়েই চিন্তায় অভিভাবকেরা৷
তবে, টানা গরমের ছুটির জেরে ক্লাসরুমে যে পঠন-পাঠনের ক্ষতি হয়েছে, অতিরিক্ত ক্লাস করিয়ে তা শেষ করতে হবে বলে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এর মধ্যেই এই নির্দেশিকাকে সামনে রেখে জেলার প্রতিটি স্কুলে সংশ্লিষ্ট জেলার বিদ্যালয় পরিদর্শকেরা চিঠি পাঠিয়েছেন৷ তাতেই বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে, ঠিক কী ভাবে, কোন কন পদ্ধতিতে এই সময় স্কুলের পঠনপাঠন করাতে হবে৷ সেই চিঠিতে ফের অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত ক্লাস করানোর বিষয়টিকে৷
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে বড় চমক! এক মঞ্চে মমতা-অভিষেক, কাকদ্বীপ থেকে এবার কী বার্তা?
সেক্ষেত্রে, বৃহস্পতিবার থেকে সেই নির্দেশিকা মেনেই একাধিক স্কুল অতিরিক্ত ক্লাস করানোর পথে হাঁটতে চলেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, এই নির্দেশ পেয়ে একাধিক স্কুল শনিবারও পুরোদমে স্কুল চালু রাখার কথাও ভাবতে শুরু করেছে। রাজ্যের একাধিক সরকারি ও সরকার নিয়ন্ত্রিত স্কুল শনিবার হাফ ছুটি দিয়ে দেওয়া হয়। কিন্তু এবার একাধিক স্কুল শনিবার পুরো স্কুল করানোর কথাই ভাবছে বলে সূত্রের খবর।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘কার’ নির্দেশে পার্থকে দিয়ে ফাইল সই? নাম জানতে মরিয়া CBI, বিরাট পদক্ষেপ
পাশাপাশি, যেহেতু এতদিন পর স্কুল খুলছে, তার জন্য বিভিন্ন মশা বাহিত রোগ অর্থাৎ ডেঙ্গি, ম্যালেরিয়া আটকাতে স্কুলের চারপাশ যাতে পরিষ্কার করা হয়, তা নিয়ে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত, স্কুল চত্বর পরিষ্কার করার পাশাপাশি স্কুল সংলগ্ন এলাকাতেও যাতে কোনও ময়লা জমে না থাকে এবং জল জমার যাতে কোনও পরিস্থিতি তৈরি না হয়, তা নিয়েও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷
advertisement
নির্দেশিকায় এ-ও বলা হয়েছে, ছাত্রছাত্রীদের স্বার্থে স্কুল কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবেন, তা সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের মানতে হবে। সম্প্রতি স্কুলে নিয়ম-শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশেষ কিছু গাইডলাইন জারি করে মধ্যশিক্ষা পর্ষদ। জানানো হয়েছে, প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া স্কুল থেকে বেরতে পারবেন না শিক্ষকশিক্ষিকারা৷ টিফিন টাইমেও স্কুল থেকে বেরনো যাবে না৷
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Summer Holiday: আজ থেকেই স্কুলে স্কুলে অতিরিক্ত ক্লাস, সিলেবাস কি শেষ হবে? চিন্তায় শিক্ষক-শিক্ষিকারা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement