TET Results 2021 : প্রাথমিক TET-এর ফল প্রকাশ সেপ্টেম্বরের মাঝামাঝি? মডেল উত্তরপত্র প্রকাশ পর্ষদের...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
TET Results 2021 : বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদ এর ওয়েবসাইটে টেট এর উত্তরপত্র প্রকাশ করা হয়েছে। সাত দিনের মধ্যে মতামত চাওয়া হয়েছে উত্তর পত্র প্রক
#কলকাতা : প্রাথমিকের টেট এর ফল প্রকাশ (TET Results 2021) সেপ্টেম্বরের মাঝামাঝি করতে চলেছে পর্ষদ? অন্তত তেমনটাই জোরালো সম্ভাবনা হিসেবে উঠে আসছে। বুধবারই প্রাথমিক শিক্ষা পর্ষদ এর ওয়েবসাইটে মডেল উত্তরপত্র (TET Model answers) আপলোড করা হয়েছে। মডেল উত্তরপত্র আপলোড প্রকাশ করার পাশাপাশি পর্ষদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে উত্তর নিয়ে যদি কারোর কোন অভিযোগ থাকে তাহলে আগামী ৭ দিনের মধ্যে পর্ষদের অফিসে ড্রপবক্সে সেই সমস্ত অভিযোগ জমা দিয়ে যেতে হবে।
সেক্ষেত্রে চলতি মাসের মধ্যেই পুরো বিষয়টির নিষ্পত্তি করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপর যাবতীয় বিষয় খতিয়ে দেখে সেপ্টেম্বরের মাঝামাঝি ফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে বলেই পর্ষদ সূত্রের খবর। এর আগেই পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছিলেন পুজোর আগেই প্রাথমিকের টেটের ফল প্রকাশ করে দেওয়া হবে। তিনি এও জানিয়েছিলেন ফল প্রকাশের আগে মডেল উত্তরপত্র আপলোড করা হবে।
advertisement
প্রসঙ্গত চলতি বছরের ৩১শে জানুয়ারি প্রাথমিকের টেট নেওয়া হয়েছিল। পরীক্ষা দিয়েছিলেন প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী। পর্ষদ সূত্রের খবর ফল প্রকাশের এর যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সেরে ফেলেছে পর্ষদ। যদিও পর্ষদের তরফে ব্যাখ্যা ফল প্রকাশ সংক্রান্ত যাবতীয় তথ্য যথাসময়ে পর্ষদের ওয়েবসাইটে দেওয়া হবে। প্রসঙ্গত গত জুন মাসের শেষদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পুজোর আগেই ১০ হাজার ৫০০ জনকে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে। সেই প্রক্রিয়া ইতিমধ্যে শেষের দিকে বলেই পর্ষদ সূত্রের খবর।
advertisement
advertisement
অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে মানিক ভট্টাচার্য এর মেয়াদ রয়েছে সেপ্টেম্বর মাস পর্যন্তই। অন্তত রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকা জারি করেছিল সেই নির্দেশনা অনুসারে সেপ্টেম্বর মাস পর্যন্ত তিনি পর্ষদ সভাপতির দায়িত্ব সামলাবেন। তাই মনে করা হচ্ছে সেপ্টেম্বর মাসের মধ্যেই প্রাথমিকের টেটের ফল প্রকাশ করে দেওয়া হতে পারে। যদিও কবে ফল প্রকাশ হবে সেই বিষয়ে পর্ষদের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সে ক্ষেত্রে প্রাথমিক টেট এর ফল প্রকাশ হলে ফের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে সেই বিষয়ে প্রক্রিয়া শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। তবে আপাতত প্রাথমিকের ফল প্রকাশ নিয়ে চূড়ান্ত তৎপরতা শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
First Published :
August 26, 2021 10:56 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
TET Results 2021 : প্রাথমিক TET-এর ফল প্রকাশ সেপ্টেম্বরের মাঝামাঝি? মডেল উত্তরপত্র প্রকাশ পর্ষদের...