Education: গেট ও জ্যাম সারা ভারতীয় পরীক্ষায় শীর্ষে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির! অধ্যক্ষ যা বললেন
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
জ্যাম থেকে গেট সর্বভারতীয় স্তরের পরীক্ষায় তাকলাগানো ফল রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের!এই প্রতিষ্ঠানের জীবনে সাফল্যের চাবিকাঠি কোথায় লুকিয়ে?তার হদিশ দেবে সফল পড়ুয়ারা এবং মহারাজ<br><br>
হাওড়া: ইতিমধ্যে প্রকাশিত হয়েছে চলতি বছরের জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম)-এর ফল এবং গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট)-এর ফলাফল। দু’টি সর্বভারতীয় স্তরের পরীক্ষাতেই রাজ্যের জয়জয়কার| দু’টি পরীক্ষাতে নজরকাড়া ফল করেছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের পড়ুয়ারা। জ্যম পরীক্ষায় গতবারের তুলনায় আরও বেশি সাফল্য এসেছে এবার। এই পরীক্ষায় জীববিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা ও গণিত চার বিষয়েই সফলতা লাভ হয়েছে।
আরও পড়ুনঃ রোজ সকালে একগ্লাস ছাতুর শরবত! ব্যাস ম্যাজিকের মতো ফল! পাবেন এই ১০ উপকার! জেনে চমকে উঠবেন…
দুটি পরীক্ষাতেই দারুণ সাফল্য রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের। জ্যাম-এর রসায়ন বিষয়ে দেশের মধ্যে প্রথম স্থান দখল করে নিয়েছেন প্রতিষ্ঠানের শুভন ঘোষ। এছাড়া একাদশ স্থানে রয়েছেন সায়ন ধাড়া। বায়োলজিক্যাল সায়েন্সেস ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে চতুর্থ এবং একাদশ স্থানে রয়েছেন যথাক্রমে সোহম রাজ মাইতি এবং মনসিজ জ্যোতি। পদার্থবিদ্যা বিষয়েও পঞ্চম স্থান দখল করেছেন নীতীশ হালদার। এ ছাড়াও অন্যান্য র্যাঙ্কে রয়েছেন প্রতিষ্ঠানের বেশ কিছু পড়ুয়া।
advertisement
জ্যাম-এর রসায়ন বিষয়ে দেশের মধ্যে প্রথম স্থান দখল করা শুভন ঘোষ জানায়,কী কী পদ্ধতি অবলম্বন করলে সেই দিশায় আরও খানিকটা এগিয়ে যেতে পারবে তারা,তারই সুলুকসন্ধান দেয় বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, যা তার সাফল্যের অন্যতম চাবিকাঠি। সর্বভারতীয় স্তরে বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতকোত্তরে ভর্তির প্রবেশিকা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট)। সেই পরীক্ষার ফলে মাইক্রোবায়োলজি বিষয়ের সর্বভারতীয় স্তরে চতুর্থ এবং ২০তম স্থানে রয়েছেন প্রতিষ্ঠানের পড়ুয়া প্রিয়াংশু মিশ্র এবং মনসিজ জ্যোতি| অ্যাপ্লায়েড কেমিস্ট্রি বিষয়ের ক্ষেত্রে ৭৫তম স্থানে রয়েছেন প্রতিষ্ঠানের পড়ুয়া নিলয় মাইতি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ফর্সা নয় বলে ১০০০টা রিজেকশন! মাঝরাতে একটা ফোন বদলে দেয় জীবন! বর্তমানে তাবড় সুপারস্টারের বউ…
জ়ুলজি বিষয়েও দেশের মধ্যে চতুর্দশ স্থান দখল করে নিয়েছেন সোহমরাজ মাইতি নামক প্রতিষ্ঠানের আর এক পড়ুয়া। মাইক্রোবায়োলজি বিষয়ের সর্বভারতীয় স্তরে ২০তম স্থান অর্জন করা প্রতিষ্ঠানের পড়ুয়া প্রিয়াংশু মিশ্র জানায় বেলুড় মঠ বিদ্যামন্দিরে পড়াশুনার পাশাপাশি শৃঙ্খলাটাই আসল। ভবিষ্যতে নিউরো সায়েন্স নিয়ে গবেষণা করার ইচ্ছাপ্রকাশ করে প্রিয়াংশু। পড়ুয়াদের সাফল্যে খুশি প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহারাজ স্বামী মহাপ্রজ্ঞানন্দ বলেছেন,বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় ছাত্রদের এই অভাবনীয় সাফল্যে বিদ্যামন্দির পরিবারের সকলে অত্যন্ত আনন্দিত। কৃতী ছাত্রদের আন্তরিক শুভেচ্ছা জানানোর পাশাপাশি রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের নিয়মানুবর্তীতা এই সাফল্যের অন্যতম চাবিকাঠি বলেও দাবি করেছেন তিনি।
advertisement
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2025 4:34 PM IST