WBJEE Results 2021|| উলট পুরাণ! জয়েন্টের ইঞ্জিনিয়ারিংয়ে উল্লেখযোগ্য সাফল্য রাজ্য বোর্ডের পড়ুয়াদের
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Joint Entrance Exam 2021 Results: প্রত্যেক বছরই জয়েন্টের ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইংরেজি মাধ্যমের ছাত্র-ছাত্রীরাই এগিয়ে থাকত। এ বারে জয়েন্টের ইঞ্জিনিয়ারিংয়ে উল্লেখযোগ্য সাফল্য রাজ্য বোর্ডের পড়ুয়াদের ।
#কলকাতা: প্রত্যেক বছরই জয়েন্টের ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইংরেজি মাধ্যমের ছাত্র-ছাত্রীরাই এগিয়ে থাকত। সিবিএসই, আইসিএসই বোর্ডের ছাত্র-ছাত্রীরাই মেধাতালিকার প্রথম দশে স্থান করে নিত। শুধু তাই নয়, দেখা গিয়েছে জয়েন্টের ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম দশে বাংলা মাধ্যমের কোন ছাত্র-ছাত্রীই জায়গা করে নিতে পারিনি। কিন্তু এ বছর কার্যত উলটপুরাণ হল।
শুক্রবারে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফল প্রকাশ করেছে। ২০ দিনের মাথায় ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফল প্রকাশ হয়েছে। সেখানেই দেখা গেছে রাজ্য বোর্ডের ছাত্রছাত্রীরা উল্লেখযোগ্য ভাল ফলাফল করেছে। জয়েন্ট বোর্ডের আধিকারিকদের দাবি, গত কয়েকবছরে রাজ্য বোর্ডের ছাত্র-ছাত্রীদের এত সাফল্য আসেনি। বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্য বোর্ডের অর্থাৎ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত স্কুলগুলি থেকে মোট ৩৪,৪৪০ জন পড়ুয়া পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে ৩৪,২১৭ জন পরীক্ষার্থী সফল হয়েছে।
advertisement
শুধু তাই নয়, এ বারের ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফলে রহড়া রামকৃষ্ণ মিশনের পঞ্চজন্য দে প্রথম হয়েছে। বাঁকুড়া জেলা স্কুলের সৌম্যজিৎ দত্ত দ্বিতীয় হয়েছে ও শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের ব্রতীন মন্ডল তৃতীয় স্থানে। অর্থাৎ, প্রথম ৩ স্থানে রয়েছে রাজ্য বোর্ড অর্থাৎ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত স্কুলের পড়ুয়া। যদিও এই ধরনের সাফল্যের পিছনে কারন কি তা জানতে চাওয়া হলে জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা বলেন "এই বিষয়টি নিয়ে বিশ্লেষণের দরকার রয়েছে।"
advertisement
advertisement
যদিও এই বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছে কলকাতার একাধিক স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকারা। দক্ষিণ কলকাতার এক স্কুলের প্রধান শিক্ষক বলেন, "বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। অনেক ছাত্র-ছাত্রী বাংলা মাধ্যমের না পড়ে ইংরেজি মাধ্যমে পড়তে চলে যাচ্ছে। এবারের ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট দেখা যাচ্ছে বাংলা মাধ্যমের ছাত্র-ছাত্রীরাই এগিয়ে রয়েছে। এটা একটা ইতিবাচক বার্তা দেবে অভিভাবক অভিভাবিকা দের।" সূত্রের খবর আগামী ১৫ই সেপ্টেম্বর এর পর থেকেই ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষের ক্লাস শুরু করতে চায় রাজ্য সরকার। জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানান "আমরা কাউন্সেলিং প্রক্রিয়া ১১ই সেপ্টেম্বরের মধ্যেই শেষ করব। যাতে তাড়াতাড়ি ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস শুরু করা যায়।"
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
First Published :
August 06, 2021 6:37 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
WBJEE Results 2021|| উলট পুরাণ! জয়েন্টের ইঞ্জিনিয়ারিংয়ে উল্লেখযোগ্য সাফল্য রাজ্য বোর্ডের পড়ুয়াদের