#নয়াদিল্লি: সম্প্রতি ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিং-এ ( National Institute of Open Schooling) ফলাফল প্রকাশিত হয়েছে। শুক্রবার ২৩ জুলাই, ২০২১ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেকেন্ডারি কোর্স (secondary course) অর্থাৎ দশম শ্রেণি এবং সিনিয়র সেকেন্ডারি কোর্স ( senior secondary course) বা একাদশ শ্রেণির ফল প্রকাশ করা হয়েছে।
২০২১ সেকেন্ডারি কোর্স এবং সিনিয়র সেকেন্ডারি কোর্সের রেজাল্ট শিক্ষার্থীরা সরাসরি দেখতে পারবেন। সেক্ষেত্রে ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিং-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারেন। ফলাফল দেখতে পাবেন অনলাইনে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল যে, এই বর্তমান সময়ে করোনা মহামারির কথা মাথায় রেখে গত ২৩.০৭.২০২১ তারিখে ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিং একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেয়। গতকাল সেই পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছেন তারা।
গত শুক্রবার প্রতিষ্ঠানের তরফে ট্যুইটারে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো হয়েছে, “সম্প্রতি ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিং একাদশ ও দ্বাদশের পরীক্ষার ফল প্রকাশ করেছে। শিক্ষার্থীরা https://results.nios.ac.in ওয়েবসাইট থেকে তাদের রেসাল্ট ডাউনলোড করতে পারবেন।”
ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিং-এর এই ওয়েবসাইটে গিয়ে ছাত্র-ছাত্রীরা এই বিষয়ে বিশদে খোঁজ নিতে পারেন। পরীক্ষার্থীরা এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজাল্ট দেখতে পারবেন।
পরীক্ষার্থীরা কীভাবে অনলাইনে রেজাল্ট দেখবেন:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 12th Result, Board Exam