Education News: অগ্নিকাণ্ডে আর চিন্তা নেই! আগুন নেভানোর বিশেষ কোর্স আইআইটি খড়্গপুর
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Education News: এলাকায় আগুন লাগলে মোকাবিলা করতে দরকার বিশেষ প্রশিক্ষণ, শেখাবে আইআইটি খড়গপুর। জানুন এই কোর্সের সম্পর্কে।
পশ্চিম মেদিনীপুর: কলকাতা এবং আগুন সমার্থক হয়ে উঠেছে। সম্প্রতি একাধিক জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ বহু। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ঘিঞ্জি এলাকায় দমকল কর্মীদের ঢোকা কিংবা আগুন নিয়ন্ত্রণে আনা বেশ কষ্টসাধ্য। এমন পরিস্থিতিতে শহর, শহরতল কিংবা গ্রামাঞ্চলেও ক্ষয়ক্ষতি হচ্ছে বেশ। তবে ঘরে আগুন লাগলে কী কীভাবে মোকাবিলা করা যায় তার প্রশিক্ষণ দেবে আইআইটি খড়গপুর। অনলাইনে স্বল্পমেয়াদি এই কোর্স করাতে চলেছে ভারতের প্রযুক্তিবিদ্যার প্রাচীন প্রতিষ্ঠানটি।
advertisement
advertisement
আগুন মোকাবিলায় কী পদক্ষেপ গ্রহণ করা সম্ভব, সেই সংক্রান্ত একটি কোর্স করাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়গপুর। ক্লাস হবে অনলাইনে। ইতিমধ্যে আইআইটি খড়গপুরের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গবেষক ও অধ্যাপকেরা এই কোর্স করাবে। কোর্স করতে পারেন গবেষক, অধ্যাপক থেকে বাইরের প্রতিষ্ঠানের পড়ুয়ারা।
advertisement
আইআইটি খড়গপুরের আর্কিটেকচার এবং রিজিওনাল প্ল্যানিং বিভাগের সেন্টার অফ এক্সেলেন্স ইন আরবান প্ল্যানিং অ্যান্ড ডিজাইনের তরফে পড়ানো হবে। সংশ্লিষ্ট কোর্সের নাম— ‘অ্যাওয়্যারনেস অফ ফায়ার সেফটি ইন আরবান বিল্ট এনভায়রনমেন্ট’। স্বল্পমেয়াদি এই কোর্সের ক্লাস হবে আগামী ২০ থেকে ২২ জুন পর্যন্ত। ২০ জুন বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে ক্লাস।
advertisement
২১ এবং ২২ জুন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাস নেওয়া হবে। সমস্ত ক্লাস নেওয়া হবে অনলাইন মিটিং লিঙ্কের মাধ্যমে। সংশ্লিষ্ট কোর্সে পড়ানো হবে বহুতল নির্মাণের ক্ষেত্রে কী ধরনের নির্মাণ সামগ্রী ব্যবহার করা উচিত, বহুতলে আগুন লাগলে কীভাবে বাসিন্দাদের বহুতল ছাড়ার প্রস্তুতি নিতে হবে অথবা অগ্নিকাণ্ডের ঘটনা প্রতিহত করতে আর কী কী সুরক্ষাবিধি মেনে চলা উচিত, সে বিষয়েও অংশগ্রহণকারীদের নানা পাঠ দেওয়া হবে। এই কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। সকল পড়ুয়া এবং গবেষকদের জন্য কোর্স ফি-র পরিমাণ ১,০০০ টাকা। বাকিদের ক্ষেত্রে কোর্স ফি বরাদ্দ করা হয়েছে ২,০০০ টাকা।
advertisement
কোর্স করাবেন সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরা। কোর্স শেষে বিতরণ করা হবে শংসাপত্রও। আগ্রহীদের এ জন্য প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদন জানাতে হবে। বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
রঞ্জন চন্দ
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 10, 2025 9:17 PM IST