Education News: এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই হতে পারবেন ভারত-অস্ট্রেলিয়া সম্প্রীতির অংশ

Last Updated:

যে সব ছাত্রছাত্রীরা ইংরেজি নিয়ে মাস্টার ডিগ্রি করবে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে তারা চতুর্থ সেমিস্টারে অপশনাল হিসেবে অস্ট্রেলিয়ান স্টাডিস নিতে পারেন

+
অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ভারত যোগে বাঁকুড়া

বাঁকুড়া: জানেন কি আপনার প্রিয় জেলা বাঁকুড়া ভারত-অস্ট্রেলিয়া সম্প্রীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে! শুনে অবাক হলেও এটাই সত্যি। বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে আপনিও হতে পারেন ভারত-অস্ট্রেলিয়ার সম্প্রীতি এবং সাহিত্যের আদান প্রদানের একটি অঙ্গ। বিদেশি অধ্যাপকদের সান্নিধ্যে আপনিও তৈরি করতে পারেন উচ্চ শিক্ষার পরিসর।
দিল্লি, কলকাতা এবং বেঙ্গালুরুর বড় বড় কলেজে হাজার হাজার টাকা খরচ করে শিক্ষার্থীরা যে সুযোগ পাচ্ছেন সেই সুযোগ আপনিও পেতে পারেন বাঁকুড়া, পুরুলিয়া সহ প্রত্যন্ত জঙ্গলমহলের বাসিন্দা হয়েও। দেশের বাইরে বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকে বহু ছাত্রছাত্রীর। এবার ভাবুন যদি সেই পরিকাঠামো আপনার জেলাতেই পাওয়া যায় তাহলে কেমন হবে? ২০২২ সালের ডিসেম্বর মাসেই শুরু হয়ে গিয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যের এই মহাযজ্ঞ।
advertisement
advertisement
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে ২০২২ সালের ডিসেম্বর মাসে \অস্ট্রেলিয়ান স্টাডিস বলে একটি বিষয় চালু করা হয়েছে। এই বিষয়টির মাধ্যমে স্নাতকোত্তরের ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক সাহিত্য চর্চার পরিসর আরও বড় করতে অস্ট্রেলিয়ান সাহিত্য বেছে নিতে পারবেন। ভারতীয় সাহিত্য, আমেরিকান সাহিত্য এবং ব্রিটিশ সাহিত্য ছাড়াও অস্ট্রেলিয়ার রয়েছে বিরাট ইংরেজি সাহিত্যের ইতিহাস। অস্ট্রেলিয়া ছাড়াও দেশ-বিদেশের অধ্যাপকরা অনলাইন এবং অফলাইনে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়ান। এতে বাঁকুড়া, পুরুলিয়ার মত প্রত্যন্ত জেলাগুলির শিক্ষার্থীরাও আন্তর্জাতিক আলোকে আলোকিত হওয়ার সুযোগ পাচ্ছে।
advertisement
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক সর্বজিত বিশ্বাস জানান, যে সব ছাত্রছাত্রীরা ইংরেজি নিয়ে মাস্টার ডিগ্রি করবে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে তারা চতুর্থ সেমিস্টারে অপশনাল হিসেবে অস্ট্রেলিয়ান স্টাডিস নিতে পারেন।
আরও খবর পড়তে ফলো করুন
আইসিএসএমআর-এর তত্ত্বাবধানে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের একটি দুই দিন ব্যাপী আন্তর্জাতিক সেমিনারে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক রুথ মরগ্যান জানান, ভারতীয় ছাত্রছাত্রীরাদের উন্মাদনা এবং শেখার ইচ্ছে দেখে তাঁরা অভিভূত। এছাড়াও তিনি বলেন, অট্রেলিয়াতে বহু ভারতীয় শিক্ষার্থীরা থাকলেও ভারতের মাটিতে তাদের জীবন যাত্রা এবং পঠন পাঠন একটি দৃষ্টান্ত। ইংরেজী অনার্স নিয়ে স্নাতক পাশ করার পর বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে অস্ট্রেলিয়ান স্টাডিস পড়ার সুযোগ আপনিও পেতে পারেন। এবার বাইরের রাজ্যে কিংবা বাইরের দেশে নয়, নিজের জেলা বাঁকুড়াতে বসে আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষার সুযোগ এসে গিয়েছে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Education News: এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই হতে পারবেন ভারত-অস্ট্রেলিয়া সম্প্রীতির অংশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement