খেলায় আরও এগোবে বাংলা! বেসরকারি উদ্যোগে রাজ্যে চালু হচ্ছে ক্রীড়া বিশ্ববিদ্যালয় 

Last Updated:

রাজ্যে খেলাধুলোর পরিকাঠামো ও পেশাদার মানোন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

* বেসরকারি উদ্যোগে রাজ্যে চালু হচ্ছে ক্রীড়া বিশ্ববিদ্যালয় 
* বেসরকারি উদ্যোগে রাজ্যে চালু হচ্ছে ক্রীড়া বিশ্ববিদ্যালয় 
রাজ্যে খেলাধুলোর পরিকাঠামো ও পেশাদার মানোন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিধানসভায় দ্য নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ স্পোর্টস অ্যান্ড অন্ত্রপ্রেনোরশিপ বিল, ২০২৫ নিয়ে আলোচনার শেষে জবাবি বক্তৃতায় তিনি বলেন, ‘‘সরকার প্রতিভাকে লালন করতে পারে। কিন্তু সেই প্রতিভা খুঁজে বের করে পরিপূর্ণ করে তোলার দায়িত্ব শুধু সরকারের পক্ষে পালন করা সম্ভব নয়।’’
এই কাজে সরকারি ও বেসরকারি ক্ষেত্রকে হাত মিলিয়ে এগিয়ে আসতে হবে। হুগলির চুঁচুড়ায় গড়ে উঠবে রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি ক্রীড়া বিশ্ববিদ্যালয়। স্পোর্টস সায়েন্স, স্পোর্টস টেকনোলজি, ম্যানেজমেন্ট, স্পোর্টস ল ও কোচিংয়ের উপর উচ্চশিক্ষার সুযোগ মিলবে এই প্রতিষ্ঠানে।
advertisement
advertisement
আলোচনা শেষে  বিলটি ধ্বনি ভোটে গৃহীত হয়। বিল নিয়ে আলোচনায় এক বিরোধী বিধায়কের বক্তব্যের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির ঊর্ধ্বে উঠে খেলাধুলোকে উৎসাহ দিচ্ছেন। শুধু আন্তর্জাতিক স্তরে সফলকে নয়, ঘরোয়া প্রতিভাকেও কাজের সুযোগ দেওয়া হচ্ছে। প্রাক্তন খেলোয়াড়দের মাসিক ভাতার পাশাপাশি সম্মানও জানানো হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস হবে চুঁচুড়ায়।’’
advertisement
তবে রাজ্য ও দেশের অন্যত্রও ক্যাম্পাস অথবা শাখা তৈরি হবে।বিলে বলা হয়েছে, স্পোর্টস সায়েন্স, স্পোর্টস টেকনোলজি, স্পোর্টস ম্যানেজমেন্ট, স্পোর্টস-ল এবং স্পোর্টস কোচিং প্রভৃতি বিষয়ে পঠনপাঠন, গবেষণার পাশাপাশি পেশাদার ক্রীড়াবিদ, পেশাদার স্পোর্টস টেকনিক্যাল এক্সপার্ট তৈরি করবে এই নতুন বিশ্ববিদ্যালয়।স্পোর্টস সংক্রান্ত বিভিন্ন বিষয়ের পাশাপাশি ফিজি়ক্যাল এডুকেশন, ইঞ্জিনিয়ারিং, প্যারা মেডিক্যাল, নার্সিং, ফার্মেসি, হসপিটাল ম্যানেজমেন্ট, মিডিয়া, পরিবেশ বিজ্ঞান প্রভৃতি বিষয়ে পঠনপাঠন, গবেষণা করা যাবে।
advertisement
এই বিশ্ববিদ্যালয় জাতীয় অথবা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ, অনুদান, সহায়তা পেতে পারে। এই বিশ্ববিদ্যালয়ের ফান্ডিংয়ের জন্য বন্ড, সিকিউরিটি, প্রমিসারি নোট ইস্যু করার মতো আর্থিক পথে হাঁটতে পারবেন কর্তৃপক্ষ। বিলে বলা হয়েছে, স্পোর্টস সায়েন্স, স্পোর্টস টেকনোলজি, স্পোর্টস ম্যানেজমেন্ট, স্পোর্টস-ল এবং স্পোর্টস কোচিং প্রভৃতি বিষয়ে পঠনপাঠন, গবেষণার পাশাপাশি পেশাদার ক্রীড়াবিদ, পেশাদার স্পোর্টস টেকনিক্যাল এক্সপার্ট তৈরি করবে এই নতুন বিশ্ববিদ্যালয়।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
খেলায় আরও এগোবে বাংলা! বেসরকারি উদ্যোগে রাজ্যে চালু হচ্ছে ক্রীড়া বিশ্ববিদ্যালয় 
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement