Education Loan: লক্ষ লক্ষ পড়ুয়ার জন্য বড় খবর, গ্যারেন্টার ছাড়াই মিলবে ১০ লক্ষ টাকা শিক্ষা ঋণ, PM-বিদ্যালক্ষ্মী প্রকল্পে সুযোগ

Last Updated:

Education Loan: শিক্ষার্থীরা PM-বিদ্যালক্ষ্মী প্ল্যাটফর্মের মাধ্যমে এই স্কিমের অধীনে শিক্ষা ঋণের জন্য ডিজিটালভাবে আবেদন করতে পারে।

উচ্চশিক্ষায় শিক্ষা ঋণ
উচ্চশিক্ষায় শিক্ষা ঋণ
কলকাতা: বলা হয়ে থাকে যে খাদ্য, বস্ত্র আর বাসস্থান- এই তিন হল সংসারের মূল চাহিদা। কথায় ভুল কিছু নেই। তবে, এর সঙ্গে একটি বিষয় যোগ করতে অনেকেই ভুলে যান। তা হল শিক্ষা।
শিক্ষিত না হলে অর্থোপার্জনের পথ সাধারণত সুগম হয় না। উচ্চ শিক্ষার প্রয়োজন এখানেই! তবে, চাইলেই যে সবাই উচ্চ শিক্ষার সুযোগ গ্রহণ করতে পারেন, এমনটা নয়। এক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে ওঠে শিক্ষার খরচ।
আরও পড়ুন: সুপ্রিম-নির্দেশে চাকরি গেল ২৫ হাজার ৭৫২ জনের, ব্যতিক্রম শুধু এক জন সোমা দাস! কেন?
এই কারণেই ব্যাঙ্ক অফ বরোদা মেধাবী ছাত্রদের আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী (PM-বিদ্যালক্ষ্মী) স্কিমের অধীনে লোন দেওয়া শুরু করেছে। এই স্কিম কেন্দ্রীয় সরকারের একটি উদ্যোগ। এর লক্ষ্য হল টাকার অভাব যাতে ভারতীয় শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে বাধা না দেয়, তা নিশ্চিত করা।
advertisement
advertisement
আরও পড়ুন: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি শুরু, কতদিন আবেদন করা যাবে? ক্লাস ২ থেকে ১১-এ ভর্তির নিয়ম জানুন
একটি বিবৃতিতে, এই পাবলিক সেক্টর ব্যাঙ্ক ঘোষণা করেছে যে, শিক্ষার্থীরা PM-বিদ্যালক্ষ্মী প্ল্যাটফর্মের মাধ্যমে এই স্কিমের অধীনে শিক্ষা ঋণের জন্য ডিজিটালভাবে আবেদন করতে পারে।শিক্ষার্থীদের আর্থিক চাহিদা মেটাতে, সারা দেশে ৮৩০০টিরও বেশি শাখা ছাড়াও ব্যাঙ্কটির ১২টি ডেডিকেটেড শিক্ষা ঋণ অনুমোদন সেল এবং ১১৯টি খুচরো সম্পদ প্রক্রিয়াকরণ সেল রয়েছে।
advertisement
কেন এই স্কিম বিশেষ?
PM-বিদ্যালক্ষ্মী স্কিম হল একটি অনন্য ঋণ পরিষেবা, যা জামানত বা গ্যারান্টারের প্রয়োজন ছাড়াই শিক্ষা ঋণ প্রদান করে। স্কিমটি সম্পূর্ণ ডিজিটাল অ্যাপ্লিকেশন প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণরূপে অ্যাক্সেসযোগ্য করার জন্য ডিজাইন করা হয়েছে।
ঋণের পরিমাণ এবং পরিশোধ –
কোর্স এবং ব্যাঙ্কের উপর নির্ভর করে ঋণের পরিমাণ পরিবর্তিত হয়। সাধারণত, কোনও গ্যারান্টি ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয় এবং পরিশোধের সময়কাল কোর্স সমাপ্তির পর শুরু হয়, যেখানে একটি এক বছরের গ্রেস পিরিয়ড থাকে।
advertisement
কীভাবে আবেদন করতে হবে –
– ঋণের জন্য আবেদন করতে বিদ্যা লক্ষ্মী পোর্টালে যেতে হবে।
– শিক্ষা ঋণের আবেদনপত্র পূরণ করতে রেজিস্টার করতে হবে এবং লগ ইন করতে হবে।
– বিভিন্ন ব্যাঙ্কের স্কিম পর্যালোচনা করতে হবে এবং নিজেদের আবেদন জমা দিতে হবে।
একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে, ব্যাঙ্ক অফ বরোদার নির্বাহী পরিচালক সঞ্জয় মুদলিয়ার বলেছেন যে, “প্রধানমন্ত্রী-বিদ্যালক্ষ্মী স্কিম হল একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার লক্ষ্য যোগ্য শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা, মানসম্পন্ন শিক্ষা সকলের কাছে যাতে অ্যাক্সেসযোগ্য থাকে তা নিশ্চিত করা।”
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Education Loan: লক্ষ লক্ষ পড়ুয়ার জন্য বড় খবর, গ্যারেন্টার ছাড়াই মিলবে ১০ লক্ষ টাকা শিক্ষা ঋণ, PM-বিদ্যালক্ষ্মী প্রকল্পে সুযোগ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement