KVS Admission 2021: প্রথম শ্রেণিতে ভর্তির প্রথম তালিকা প্রকাশ আজ, দেওয়া হল ভর্তি সংক্রান্ত গুরুত্বপুর্ণ তথ্য, জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
KVS Class 1 Admission 2021: প্রভিশনাল সিলেক্ট লিস্ট (Provisional Select List) অগ্রাধিকারের কথা মাথায় রেখে ২ জুলাই থেকে ৬ জুলাই ২০২১-এর মধ্যে প্রকাশ করা হবে।
#নয়াদিল্লি: কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS) প্রথম শ্রেণিতে ভর্তির প্রথম তালিকা প্রকাশ করেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের আবেদন করা হয়েছে তাঁরা যেন কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন-এর অফিশিয়াল ওয়েবসাইট kvsonlineadmission.kvs.gov.in-এ গিয়ে প্রথম শ্রেণির প্রথম তালিকা দেখে নেন। এই তালিকা অন্যান্য কেন্দ্রীয় বিদ্যালয়গুলির নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। প্রথম তালিকা প্রকাশের পর সিট খালি থাকলে ৩০ জুন এবং ৫ জুলাই ২০২১-এর মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় তালিকা প্রকাশ করা হবে। এছাড়াও এসএমএস, ই-মেলের মাধ্যমে সংশ্লিষ্ট স্কুল সম্পর্কিত আপডেট পাঠানো হবে। প্রভিশনাল সিলেক্ট লিস্ট (Provisional Select List) অগ্রাধিকারের কথা মাথায় রেখে ২ জুলাই থেকে ৬ জুলাই ২০২১-এর মধ্যে প্রকাশ করা হবে। কোভিড ১৯ অতিমারীর কারণে তালিকা প্রকাশের দিন প্রথমে বাতিল করা হয়েছিল। বহু অপেক্ষার পর বুধবার প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রথম শ্রেণিতে ভর্তির জন্য নোটিফাইড এরিয়া কাউন্সিল (Notified Area Council ), মিউনিসিপালিটি (Municipality), মিউনিসিপাল কর্পোরেশন-এর (Municipal Corporation) দেওয়া জন্মের সার্টিফিকেটকে মান্যতা দেওয়া হবে। এছাড়াও গ্রাম পঞ্চায়েত (Village Panchayat) ও মিলিটারি হাসপাতালের (Military Hospital) দেওয়া জন্মের সার্টিফিকেট প্রমাণ হিসাবে মেনে নেওয়া হবে। দ্বিতীয় শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া ২৫ জুন থেকে ৩০ জুন ২০২১ পর্যন্ত পরিচালিত হবে।
advertisement
কেভিএস ক্লাস ওয়ান অ্যাডমিশন ২০২১: ফলাফল কী ভাবে দেখতে হবে
advertisement
স্টেপ ১- kvsonlineadmission.kvs.gov.in-এ যেতে হবে।
স্টেপ ২- হোমপেজে অ্যাডমিশন সেকশনে গিয়ে পাবলিশ তালিকায় ক্লিক করতে হবে।
স্টেপ ৩- পরবর্তী পেজে গিয়ে শিক্ষার্থীর নাম রয়েছে কি না দেখে নিতে হবে।
কেভিএস ক্লাস ওয়ান অ্যাডমিশন ২০২১: অ্যাডমিশন-এর জন্য কী কী নথি প্রয়োজন?
advertisement
রেজিস্ট্রেশন ফর্মে শিক্ষার্থীর এখনকার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, তাতে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে।
ভেরিফিকেশনের জন্য জন্মের তারিখের আসল সার্টিফিকেট প্রয়োজন।
ভেরিফিকেশনের জন্য SC/ST/OBC ক্যাটাগরির আসল সার্টিফিকেট প্রয়োজন।
ট্রান্সফার সার্টিফিকেট (যদি প্রয়োজন পড়ে)।
কেভিএস ক্লাস ওয়ান অ্যাডমিশন ২০২১: নিচে দেওয়া নথিগুলির সেলফ অ্যাটাস্টেড করা ফটোকপির প্রয়োজন পড়বে!
১. জন্মের সার্টিফিকেট
advertisement
২. বাসস্থানের ঠিকানা
৩. সার্ভিস প্রুফ (যদি প্রয়োজন পড়ে)
৪. নিয়োগ পত্র (যদি প্রয়োজন পড়ে)
৫. শেষ পে স্লিপ (যদি প্রয়োজন পড়ে)
৬. সন্তানের নামের কাস্ট সার্টিফিকেট (যদি প্রয়োজন পড়ে)
৭. সন্তানের দিব্যাঙ্গ সার্টিফিকেট (যদি প্রয়োজন পড়ে)
view commentsLocation :
First Published :
June 23, 2021 4:57 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
KVS Admission 2021: প্রথম শ্রেণিতে ভর্তির প্রথম তালিকা প্রকাশ আজ, দেওয়া হল ভর্তি সংক্রান্ত গুরুত্বপুর্ণ তথ্য, জেনে নিন