Joint Entrance Examination -WB JEE : জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য সুখবর! শনিবার স্টাফ স্পেশ্যাল ট্রেনে 'ছাড়' দেওয়ার সিদ্ধান্ত...

Last Updated:

Joint Entrance Examination -WB JEE | সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলবে পরীক্ষা। সেকারণে স্টাফ স্পেশাল ট্রেনে (Staff Special Train) পরীক্ষার্থী ও অভিভাবকদের ওইদিন ছাড় দেবে রেল কর্তৃপক্ষ।

#কলকাতা : শনিবার আয়োজিত হতে চলেছে চলতি বছরের রাজ্যের প্রথম 'অফলাইন' পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (WB JEE-Joint Entrance Examination)। করোনা (Covid-19) আবহেই এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলবে পরীক্ষা। সেকারণে স্টাফ স্পেশাল ট্রেনে (Staff Special Train) পরীক্ষার্থী ও অভিভাবকদের ওইদিন ছাড় দেবে রেল কর্তৃপক্ষ। শিয়ালদহের (Sealdah) ডিআরএম এসপি সিং জানিয়েছেন, টিকিট কেটে পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা শনিবার ট্রেনে সফর করতে পারবেন। প্রত্যেক স্টেশনের কাউন্টারে নির্দিষ্ট গন্তব্যের টিকিট মিলবে। বুকিং কাউন্টার থেকেই মিলবে টিকিট। পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা পরীক্ষার এডমিট কার্ড দেখিয়েই টিকিট সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে ইস্টার্ন রেল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, কোভিড পরিস্থিতির কারণে ১১ জুলাইয়ের পরিবর্তে পরীক্ষা হতে চলেছে ১৭ জুলাই। কঠোরভাবে কোভিডবিধি মেনে নির্দিষ্ট কেন্দ্রে পারস্পরিক দূরত্বে ছাত্র-ছাত্রীদের বসিয়ে খাতায় কলমে পরীক্ষা নেওয়া হবে। চলতি বছরে ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থীর রাজ্যের জয়েন্টে বসার কথা। এর মধ্যে ৪০ শতাংশ ভিন রাজ্যের। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ২৭৪টি কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এ রাজ্য এবং ভিন রাজ্যের পরীক্ষার্থীরা যাতে বাড়ির কাছের সেন্টারে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। বোর্ডের তরফে জানানো হয়েছে, পরীক্ষার সময় কঠোরভাবে করোনাবিধি মানতে হবে। একটি ঘরে ২০ জনের বেশি পরীক্ষার্থী বসতে পারবে না। এই সংক্রান্ত নির্দেশিকা সেন্টার-ইন-চার্জদের পাঠিয়ে দিয়েছে বোর্ড।
advertisement
জয়েন্টের ফল প্রকাশিত হবে ১৪ আগস্টের মধ্যে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে তিন দফায় কাউন্সেলিং শেষ করা হবে। জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অধীনে নার্সিংয়ের প্রবেশিকা-সহ আরও ১০টি পরীক্ষা নেওয়া হবে। নার্সিংয়ে প্রবেশিকা হওয়ার কথা ছিল ৪ জুলাই। এই পরীক্ষা হবে ৩১ জুলাই। গতবছর কোভিড সংক্রমণ শুরু হওয়ার আগেই পরীক্ষা নিয়েছিল জয়েন্ট বোর্ড। সাধারণত পরীক্ষা নেওয়া হয় এপ্রিল মাসে। ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি, ফার্মেসি ও আর্কিটেকচারে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
advertisement
advertisement
প্রতিবছর রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে কিছু আসন খালি থেকে যায়। সেই সমস্যা মেটাতে গতবছর এপ্রিল মাসের পরিবর্তে উচ্চমাধ্যমিকের আগেই ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু তারপরই করোনার প্রকোপ দেখা দেয়। আর সেই কারণে এবারের পরীক্ষা এত দেরিতে নিতে হচ্ছে। তবে পরীক্ষা কেন্দ্রগুলিতে যাতে সহজে ছাত্রছাত্রীরা সময়মতো পৌঁছতে পারেন তাই রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল যাতে বিধিনিষেধের মধ্যেও স্টাফ স্পেশাল ট্রেনগুলিতে পরীক্ষার্থীদের উঠতে দেওয়া হয়। এরপরেই সিদ্ধান্ত জানায় রেল।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Joint Entrance Examination -WB JEE : জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য সুখবর! শনিবার স্টাফ স্পেশ্যাল ট্রেনে 'ছাড়' দেওয়ার সিদ্ধান্ত...
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement