JEE Main 2021: JEE পাশ করে কোথায় ভর্তি হবেন? রইল দেশের সেরা কলেজের হদিশ
- Published by:Debalina Datta
Last Updated:
JEE Main 2021: এক্ষেত্রে আবেদনের পূর্বে প্রত্যেকটি কলেজ, বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিতে হবে।
#কলকাতা: মঙ্গলবার গভীর রাতে প্রকাশিত হয়েছে এবছরের সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের (JEE Main) ফল। ৪টি সেশনের পরীক্ষা মিলিয়ে কমপক্ষে ৪৪ জন পেয়েছে ১০০ পার্সেন্টাল। প্রথম স্থান অধিকার করেছে ১৮ জন। তবে কর্তৃপক্ষের তরফে এখনও সম্পূর্ণ ফল ঘোষণা করা হয়নি।
যারা এই পরীক্ষায় সফল হয়েছে, তারা BTech, BE কোর্সে ভর্তি হতে পারবে। যাদের ফল এখনও পেন্ডিং আছে, তারাও অনেক কলেজেই ভর্তি হতে পারবে। IIT, NIT বা অন্যান্য কেন্দ্রীয় সরকারি কলেজে JoSAA কাউন্সেলিং হবে। বাকি এমন অনেক বিশ্ববিদ্যালয় বা বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে যাদের নিজস্ব বাছাইয়ের পদ্ধতি রয়েছে। এক্ষেত্রে আবেদনের পূর্বে প্রত্যেকটি কলেজ, বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিতে হবে।
advertisement
advertisement
যদি JEE মেইন ২০২১ কোয়ালিফাই হয়ে গিয়ে থাকে এবং কোন কলেজে ভর্তি হওয়া যেতে পারে সেই নিয়ে দ্বিমত থাকে তা হলে এই ইঞ্জিনিয়ারিং কলেজগুলোয় আবেদন করা যেতে পারে-
বেসরকারি কলেজ
advertisement
PSG কলেজ অফ টেকনোলজি, কোয়েম্বাতোর
শাস্ত্র বিশ্ববিদ্যালয়, তানজাভুর
SSN কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, কালাভাক্কাম
থাপার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, পাতিয়ালা
অ্যামিটি স্কুল অফ ইঞ্জিনিয়রিং, নয়ডা
ভারতী বিদ্যাপীঠ ডিমড ইউনিভার্সিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, পুণে
বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, মেসরা
BS আব্দুর রহমান বিশ্ববিদ্যালয়, চেন্নাই
CV রমন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, ভুবনেশ্বর
ধীরুভাই আম্বানি ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, গান্ধীনগর
advertisement
সরকারি কলেজ
দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, দিল্লি
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুর
ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি, মুম্বই
যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা
অটল বিহারী বাজপেয়ী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, গোয়ালিয়র
advertisement
কলেজ অফ টেকনোলজি, জিবি পন্থ ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, পন্থনগর
গুরুনানক দেব ইঞ্জিনিয়ারিং কলেজ, লুধিয়ানা
হারকোর্ট বাটলার টেকনিক্যাল ইউনিভার্সিটি, কানপুর
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, এলাহাবাদ
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকারিং, জবলপুর
NIT কলেজ
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, তিরুচিরাপল্লি
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, ওয়ারাঙ্গল
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, কালিকট
advertisement
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, কর্নাটক
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, রাউরকেল্লা
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, দুর্গাপুর
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, হামিরপুর
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, কুরুক্ষেত্র
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, রায়পুর
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, শিলচর
Location :
First Published :
September 15, 2021 5:16 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
JEE Main 2021: JEE পাশ করে কোথায় ভর্তি হবেন? রইল দেশের সেরা কলেজের হদিশ