Jadavpur University: 'যাদবপুরেও চিরকুট কালচারে দুর্নীতি!' ফের বিস্ফোরক বুদ্ধদেব সাউ

Last Updated:

Jadavpur University: শনিবার তেমনটাই নিউজ এইট্টিন বাংলার মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করলেন বুদ্ধদেব সাউ। উপাচার্যের পদের তাঁর থাকা নিয়ে চলছে বিতর্ক।

ফের বিস্ফোরক বুদ্ধদেব সাউ
ফের বিস্ফোরক বুদ্ধদেব সাউ
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ও চিরকুট কালচার। অন্তত শনিবার তেমনটাই নিউজ এইট্টিন বাংলার মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করলেন বুদ্ধদেব সাউ। উপাচার্যের পদের তাঁর থাকা নিয়ে চলছে বিতর্ক। রাজ্য বনাম রাজ্যপালের টানাপোড়েন চলছে বুদ্ধদেব সাউকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে রাখা নিয়ে। সেই পরিস্থিতিতেই বিস্ফোরক অভিযোগ করলেন উপাচার্যের পদে থাকা বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক বুদ্ধদেব সাউ।
বিশ্ববিদ্যালয় চিরকুট কালচারে দুর্নীতি হয়েছে বলে সরব হলেন তিনি। তিনি বলেন “যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রচুর অসঙ্গতি রয়েছে। বিভিন্ন মিটিং হয় চিরকুট কালচারে। সই হয়ে যাচ্ছে অথচ রেজোলিউশন লেখা হয় না। আলোচনা হয়ে যাচ্ছে এক অথচ রেজোলিউশন হচ্ছে আর এক। আমি সেগুলোকে আটকানোর চেষ্টা করেছিলাম বলে আমার উপর এই খাড়া গুলো নেমে এসেছে নাকি সেটা আমি জানি না।”এই বক্তব্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি নিয়েই সরব হলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।
advertisement
চিরকুট নিয়ে চাকরি এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় হয়েছিল সম্প্রতি রাজ্য রাজনীতি। বামফ্রন্টের বিরুদ্ধে চিরকুট নিয়ে চাকরির অভিযোগ তুলেছিল রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস। চিরকুট নিয়ে চাকরির তত্ত্ব তুলে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
আর শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে থাকা বুদ্ধদেব সাউয়ের এই মন্তব্য এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় চিরকুটে দুর্নীতির প্রতি আঙুল তুলল বলেই মনে করছে একাংশ।
advertisement
যদিও তিনি এর দরুন এর আগের উপাচার্যদের উপর অনাস্থা প্রকাশ করছেন নাকি? তা জানতে চাওয়া হলে তিনি বলেন “অবশ্যই। আমি তো বলছি তদন্ত করে দেখুন না। এটাকে আমি প্রতিবাদ করছি।”প্রসঙ্গত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে থাকতে পারবেন না বুদ্ধদেব সাউ তা নিয়ে শুক্রবার রাজভবনের চিঠি প্রকাশ্যে এসেছে।
advertisement
শুধু তাই নয় তার কমপ্লায়েন্স রিপোর্ট পাঠানোর নির্দেশ রাজ ভবন থেকে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ও সহ উপাচার্যকে। তারও পাল্টা চিঠি উচ্চশিক্ষা দফতর দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় রেজিস্টারকে। চিঠিতে বুদ্ধদেব সাউ যে উপাচার্য থাকছেন সে বিষয়ে স্পষ্ট জানানো হয়েছে। সব মিলে উপাচার্যের পদে বুদ্ধদেব সাউ এর থাকা নিয়ে ফের তাপ উত্তাপ বাড়ছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/শিক্ষা/শিক্ষা/
Jadavpur University: 'যাদবপুরেও চিরকুট কালচারে দুর্নীতি!' ফের বিস্ফোরক বুদ্ধদেব সাউ
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement