HS Results Agitation : 'শিক্ষার্থীদের স্বার্থে স্নেহপূর্ণ পদক্ষেপই নেওয়া হবে', বিক্ষোভের মুখে আশ্বাস রাজ্যের...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
HS Results Agitation : বিক্ষোভের মধ্যেই জেলাশাসকের দায়িত্ব নেওয়ার জরুরি নির্দেশ দিল রাজ্য। সোমবার রাজ্যের শিক্ষা দফতরের তরফে জেলাশাসকের একটি নির্দেশিকা পাঠানো হয়েছে জরুরিভিত্তিতে।
#কলকাতা : উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Results Agitation ) নিয়ে বিক্ষোভের মধ্যেই জেলাশাসকের দায়িত্ব নেওয়ার জরুরি নির্দেশ দিল রাজ্য। সোমবার রাজ্যের শিক্ষা দফতরের তরফে জেলাশাসকের একটি নির্দেশিকা পাঠানো হয়েছে জরুরিভিত্তিতে। সেখানে বলা হয়েছে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে ব্যর্থ শিক্ষার্থীদের আন্দোলন (HS Results Agitation) সম্পর্কে রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাই নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রাজ্য সরকার। এই বিষয়ে মুখ্য সচিব সংসদের চেয়ারপারসন এবং শিক্ষা সচিব মনীশ জৈনের সঙ্গে ইতিমধ্যেই পরিস্থিতি পর্যালোচনা চলছে দফায় দফায়।
নির্দেশিকায় জেলাশাসকের জানানো হয়েছে, যে সমস্ত বিদ্যালয়ে সমস্যা হচ্ছে, বিক্ষোভ হচ্ছে সেগুলি থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করে পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন মুখ্য সচিব। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলেও এই নির্দেশিকায় জেলাশাসকের জানানো হয়েছে এবং বলা হয়েছে ৩১ জুলাইয়ের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে।
রাজ্যে প্রায় ১৮০০০ এরও বেশি এই ধরণের বিক্ষুব্ধ শিক্ষার্থী রয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলিতে এই ধরণের যে সমস্ত স্কুল রয়েছে সেগুলি সম্পর্কে খুব শিগগিরই জেলা শাসকদের জানানো হবে বলেও জানিয়েছে শিক্ষা দফতরের সচিব মনীশ জৈন।
advertisement
advertisement
জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, জেলাস্তরের এসডিও / বিডিও / ডিআইদের অবিলম্বে এই জাতীয় বিদ্যালয়ে যাওয়ার পরামর্শ দেওয়ার জন্য। বলা হয়েছে, পড়ুয়াদের বুঝতে দিন যে রাজ্য সরকার এবং শিক্ষা সংসদ এই ধরনের পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি সচেতন এবং শিক্ষার্থীদের স্বার্থে স্নেহপূর্ণ পদক্ষেপই নেওয়া হবে। যদি তা না করা হয় তবে অবিলম্বে কাউন্সিলের দ্বারস্থ হওয়ার পরামর্শ যেন দেওয়া হয় স্কুলগুলিকে। একইসঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের শান্ত করার পরামর্শও দেওয়ার কথা বলা হয় এই নির্দেশে।
Location :
First Published :
July 26, 2021 5:11 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
HS Results Agitation : 'শিক্ষার্থীদের স্বার্থে স্নেহপূর্ণ পদক্ষেপই নেওয়া হবে', বিক্ষোভের মুখে আশ্বাস রাজ্যের...