IIT Madras Executive MBA Program: কর্মরত পেশাদারদের জন্য আইআইটি মাদ্রাজের এমবিএ কোর্সে ভর্তি শুরু, কী ভাবে আবেদন করবেন?

Last Updated:

IIT Madras Invites Applications for Executive MBA: বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২০ সেপ্টেম্বর, ২০২১ তারিখ থেকে।

IIT Madras MBA admissions 2021: Application process begins
IIT Madras MBA admissions 2021: Application process begins
#চেন্নাই: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (Institute of Technology), মাদ্রাজের অধীনে এমবিএ ডিগ্রি (MBA Degree) প্রোগ্রামে ভর্তি শুরু হয়েছে। বিশেষ করে কেরিয়ার প্রফেশনালের মাঝামাঝি রয়েছেন এমন প্রার্থীরা যাঁরা একজিকিউটিভ এমবিএ ডিগ্রি লাভ করতে ইচ্ছুক তাঁরা আবেদন করতে পারেন।
IIT Madras Executive MBA Program: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২০ সেপ্টেম্বর, ২০২১ তারিখ থেকে। প্রার্থীরা আগামী ১৯ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা নেওয়া হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা আইআইটি মাদ্রাজের অফিসিয়াল ওয়েবসাইটে doms.iitm.ac.in/emba/ গিয়ে আবেদন করতে পারবেন।
advertisement
IIT Madras Executive MBA Program: বিশেষ ঘোষণা
advertisement
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, আগামী জানুয়ারি, ২০২২ থেকে ক্লাস শুরু হবে। প্রার্থীদের আবেদন করতে হলে যে কোনও ডিসিপ্লিনে ফার্স্ট ক্লাস সহ ব্যাচেলর ডিগ্রি প্রয়োজন। এছাড়াও প্রার্থীদের কমপক্ষে ৩ বছরের ইন্ডাস্ট্রি সম্পর্কিত অভিজ্ঞতা থাকা প্রয়োজন। আবেদনকারী প্রার্থীদের DoMS প্রবেশিকা পরীক্ষা এবং ব্যক্তিগত ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। ইন্টারভিউ নেওয়া হবে অনলাইনে।
advertisement
দু’বছরের এমবিএ প্রোগ্রামে মোট ৩টি প্রজেক্ট থাকবে। ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের অধীনে সম্পূর্ণ কোর্সটি সমাপ্ত হবে। প্রতিষ্ঠান সূত্রে বলা হয়েছে, এই কোর্সের আওতায় বিশেষ ভাবে নজর দেওয়া হবে স্যোশাল মিডিয়া, ইন্টারনেট মার্কেটিং, গ্লোবাল বিজনেস এবং সাইবার সিকিউরিটির ওপর। এছাড়াও মডার্ন ম্যানুফ্যাকচারিং প্রসেস, ৩ডি প্রিন্টিং ইত্যাদি বিষয়ও থাকবে।
advertisement
এক নজরে কোর্স সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
প্রতিষ্ঠান: ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি (IIT)
পদের নাম: একজিকিউটিভ এমবিএ
শূন্যপদের সংখ্যা: কিছু জানানো হয়নি
স্থান: চেন্নাই
কাজের ধরন: শিক্ষামূলক
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা, অনলাইন ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: ২০.০৯.২০২১
advertisement
শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর ডিগ্রিতে ফার্স্ট ক্লাস সহ ৩ বছরের কাজের অভিজ্ঞতা
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ১৯.১০.২০২১
আইআইটি মাদ্রাজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর জি. অরুণ কুমার (G. Arun Kumar) জানিয়েছেন, বর্তমানে বিপুল পরিমাণে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কাজের চাহিদা বাড়ায় এমবিএ করার প্রবণতাও বেড়েছে। প্রতি বছরই বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে ছাত্রছাত্রীরা এই প্রতিষ্ঠানে আসেন। এই বিভাগ তার ঐতিহ্যকে অনুসরণ করেও অত্যাধুনিক গবেষণা এবং শিক্ষাদান পদ্ধতির মাধ্যমে এই কোর্স ডিজাইন করেছে। ফলে কোর্সে অংশগ্রহণকারীরা সেই অভিজ্ঞতা দ্বারা শিক্ষালাভের সুযোগ পাবেন।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
IIT Madras Executive MBA Program: কর্মরত পেশাদারদের জন্য আইআইটি মাদ্রাজের এমবিএ কোর্সে ভর্তি শুরু, কী ভাবে আবেদন করবেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement