CBSE Exam 2021: ৪ মে থেকে ১০ জুন পর্যন্ত পরীক্ষার সময়সূচী জানুন...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এই বছর দশম ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে সারা ভারতে প্রায় ৩০ লক্ষ ছাত্র-ছাত্রী পরীক্ষায় বসতে চলেছে। তারা প্রত্যেকেই উপরোক্ত ওয়েবসাইটটি থেকে পরীক্ষার সূচী দেখে নিতে পারে।
#নয়াদিল্লি: সামনে এল সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশন (CBSE)-এর ২০২১ সালের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচী। ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক (Ramesh Pokhriyal Nishank)। করোনা আবহে ৪ মে থেকে ১০ জুন পর্যন্ত চলবে পরীক্ষা।
সময়সূচী বা ডেটশিট প্রকাশ করার আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানান যে, কিছুটা বেশি সময় দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। কারণ এতে নিজেদের প্রস্তুতি নিতে সুবিধা হবে তাদের। কারণ করোনাকালে ঠিক করে পড়াশুনা বা স্কুল করতে পারেনি অনেকে। তাই এই ব্যবস্থা। রেজাল্ট ১০ জুলাই প্রকাশিত হতে পারে। তিনি আরও বলেন যেভাবে অনলাইনের মাধ্যমে ক্লাস শুরু হয়েছে, তা নিঃসন্দেহে উল্লেখযোগ্য়। সকল পরীক্ষার্থীকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।
advertisement
Dear Students, hereby announcing the much-awaited date-sheet of @cbseindia29 board exams of X & XII.Please be assured that we have done our best to ensure that these exams go smoothly for you. Wish you good luck! @SanjayDhotreMP @EduMinOfIndia @PIB_India https://t.co/P9XvyMIfNq
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) February 2, 2021
advertisement
advertisement
পরীক্ষার সূচী বা তালিকা বিস্তারিত দেখা যাবে https://www.cbse.gov.in/newsite/index.html -এ।
এই বছর দশম ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে সারা ভারতে প্রায় ৩০ লক্ষ ছাত্র-ছাত্রী পরীক্ষায় বসতে চলেছে। তারা প্রত্যেকেই উপরোক্ত ওয়েবসাইটটি থেকে পরীক্ষার সূচী দেখে নিতে পারে।
জেনে নেওয়া যাক কী ভাবে পরীক্ষার সূচী দেখতে পাবে ছাত্র-ছাত্রীরা-
১) https://www.cbse.gov.in/newsite/index.html লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটটিতে ঢুকতে হবে।

advertisement




২) হোমপেজে দশম শ্রেণি ও দ্বাদশ শ্রেণির দু'টি পৃথক অপশন আসবে বা ডেটশিট আসবে। তাতে ক্লিক করতে হবে।
advertisement



৩) এবার দশম ও দ্বাদশ শ্রেণি, দুইয়ের পরীক্ষার সূচীই দেখা যাবে।
৪) পছন্দমতো সূচীটি ডাউনলোড করে নিতে হবে।
৫) প্রয়োজনে সূচীর একটি প্রিন্টআউটও নেওয়া যেতে পারে।
advertisement
পরীক্ষা যদি মে থেকে শুরু হয়, তা হলে অ্যাডমিট কার্ড এপ্রিলে পাওয়া যেতে পারে। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে, হাতে একটু বেশি সময় নিয়ে অ্যাডমিড কার্ড বিতরণ করা হবে।
view commentsLocation :
First Published :
February 02, 2021 5:44 PM IST