CBSE Board Exam: দশম শ্রেণির পরীক্ষা বাতিল, পিছোল দ্বাদশ শ্রেণির পরীক্ষা

Last Updated:

জুন মাসে পরিস্থিতি বিবেচনা করা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে৷

#নয়াদিল্লি: দেশে করোনার গ্রাফ উর্দ্ধমুখী৷ এ অবস্থায় CBSE বোর্ড পরীক্ষা সূচীতে বদল হল৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের (Ramesh Pakhriyal ) সঙ্গে বৈঠকে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ দশম শ্রেণির পরীক্ষা বাতিল (CBSE class 10 exam cancelled) এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের  (CBSE Class 12 exam postpone) পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ জুন মাসে পরিস্থিতি (Review in June) বিবেচনা করা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে৷ সোমবার শিক্ষামন্ত্রকের সঙ্গে বৈঠক হয় সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের (CBSE)কর্তাদের৷ এই অবস্থায় বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করে বৈঠক হয় সোমবার৷ তারপর উচ্চপর্যায়ের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হল ৷
CBSE Board exams 2021 বাতিল করা হোক৷ এই নিয়ে সুর চড়িয়েছিলেন দেশের বহু রাজনীতিক থেকে তারকারা৷ পড়ুয়ারা অনেকেই করোনা আবহে পরীক্ষা দিতে ভয় পাচ্ছেন৷ তাদের দাবি মেনে পরীক্ষা রদের পক্ষে সওয়াল করেছেন অনেকে৷ গতকাল, মঙ্গলবার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং মণীষ সিসোদিয়া অনুরোধ জানান বোর্ডের পরীক্ষা বাতিল করার জন্য৷ তাঁদের মতে পরীক্ষার দিতে পরীক্ষার্থীরা একত্রিত হলে সেখান থেকে বিপুলভাবে করোনা সংক্রমণের আশঙ্কা থাকবে৷ তাই অন্য কোনও উপায়ে পড়ুয়াদের মূল্যায়নের কথা বলেন তাঁরা৷
advertisement
অন্যদিকে শিবসেনাও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পরীক্ষা অনুরোধ জানিয়েছে CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য৷
advertisement
একইভাবে রমেশ পোখরিয়ালের কাছে পরীক্ষার বিষয়ে খুবই সাবধানী পদক্ষেপ নিতে অনুরোধ করেন প্রিয়াঙ্কা গান্ধি ভঢরা এবং রাহুল গান্ধি৷ পরীক্ষার ভিড়ে পড়ুয়াদের স্বাস্থ্য সম্পর্কে কতটা সচেতন বা সাবধান থাকা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি৷
advertisement
অন্যদিকে ২ লক্ষ পড়ুয়া অনলাইন একটি পিটিশন দাখিল করেছেন বোর্ডের পরীক্ষা বাতিলের দাবিতে৷ হ্যাশট্যাল ক্যানসেল বোর্ড এক্সামস (#cancelboardexams) রীতিমতো ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়৷ এই পরিপ্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেওয়া হয়, তার দিকে নজর ছিল৷ আপাতত করোনা পরিস্থিতিতে কিছুটা স্বস্তিতে পরীক্ষার্থী থেকে অভিভাবকরা৷ এরই মধ্যে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, পঞ্জাবে নিজস্ব বোর্ড পরীক্ষার রুটিনে বদল আনা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/Education-Career/
CBSE Board Exam: দশম শ্রেণির পরীক্ষা বাতিল, পিছোল দ্বাদশ শ্রেণির পরীক্ষা
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement